এই ছাতা বৃষ্টি আটকাবে না। তবুও দাম ১৬৬৪ ডলার। অর্থাত্ ভারতীয় টাকায় ১ লাখ ২৭ হাজার ৭৪৬ টাকা।
এই ছাতা Sun Umbrella বলা হয়। তবে এটি ওয়াটারপ্রুফ নয়। এই ছাতা ট্রেফিল ডিজাইনে প্রস্তুত করা হয়েছে।
advertisement
এই ছাতা বড়জোর রোদ থেকে বাঁচাতে পারে। তা হলে এমন ছাতার এত দাম কেন! আসলে এই ছাতা স্ট্যাটাস সিম্বল হিসেবে ব্যাবহার করেন অনেকে।
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন চিনে লাক্সারি জিনিসের বাজার নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা হয়। তবে এই বহুমূল্য ছাতা চিনের সেই বাজারকে আরও বেশি স্পটলাইটে এনেছে।