এতে দেখা যাচ্ছে যে, বরমালা নিয়ে মঞ্চে উঠে বর কনের কাছ থেকে অদ্ভুত কিছু জিনিস দাবি করতে থাকেন। ভিডিওটি দেখে অনেক নেটাগরিকরাই ক্ষিপ্ত হয়ে উঠেছেন। ওই ভিডিওর কমেন্ট বিভাগে তাঁরা নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, ‘আমাদের এখানে হলে বর এতক্ষণে দাদুর হাতে লাঠির বাড়ি খেত’।
advertisement
আরও পড়ুন: আর কোনও ঝামেলা থাকল না, এবার Whatsapp-এই কাটা যাবে বাসের টিকিট! জানুন পদ্ধতি
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন @chaprazila19 নামের একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী। ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘বরের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তিনি কনেকে মালা পরাবেন না।’ ভিডিওতে দেখা যাচ্ছে অনেকেই, কনে বরকে জিজ্ঞেস করছেন তাঁর দাবি কী? এর উত্তরে নিজের অদ্ভুত দাবির কথা জানিয়েছেন বর।
বরের এই ভিডিও আপলোড হতেই ইন্টারনেটে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। ৯ ডিসেম্বর পোস্ট করা এই ভিডিওটি এখনো পর্যন্ত কয়েক লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। এছাড়া বিপুলসংখ্যক মানুষ ভিডিওটিতে মজার মজার সব মন্তব্যও করেছেন, যা পড়লে নেটাগরিকদের মুখে হাসি ফুটবে।
ভিডিওতে কী দেখা যাচ্ছে?
কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে যে, বর-কনে হাতে মালা নিয়ে মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। তখন বর কনের কাছে নিজের সেই অদ্ভুত দাবি জানান। কনে তাঁর দাবি পূরণ না করলে, তিনি কনেকে মালা পরাবেন না এমন কথাও জানিয়ে দেন। জানা যায় তিনি গালে চুমু খাওয়ার দাবি করেছেন। শেষমেষ সেই চাহিদা মিটলে বর কনের গলায় মালা দেন। এর পর পুরো মঞ্চ নিমন্ত্রিতদের কোলাহলে ভরে যায়, যা ভিডিওতেও শোনা যাচ্ছে।
এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী কমেন্ট সেকশনে লিখেছেন, ‘আমাদের জায়গায় এমনটা হলে বরবাবাজি মার খেতেন, তখন বররাজার কী হত ভগবানই জানেন।’ আরেকজন লিখেছেন, ‘এটা আমাদের সংস্কৃতি নয়। হিন্দু সংস্কৃতিতে সবকিছুর একটা সীমা আছে, আমরা সবাই আমাদের সংস্কৃতিকে ভালবাসি। জানি না কেন আজকের প্রজন্ম পশ্চিমি সংস্কৃতিকেই বেশি পছন্দ করে।’ অন্য এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘এটা ভুল, আমাদের সমাজে এমনটা ঘটে না।’