TRENDING:

বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু

Last Updated:

গত ৩০ বছর ধরে একটি শপিংমলের খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে এক গরিলাকে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যদি আমাদেরকে ছোট বয়সেই নিজের পরিবারের থেকে আলাদা করা হয় তবে আমাদের কেমন লাগবে?  ঠিক যতটা খারাপ লাগবে। ততটাই খারাপ অন্য প্রাণীদেরও লাগে। একবার ভাবুন তো, যদি কোনও বন্য পশুকে ১ বছর বয়স নিজের থেকে পরিবার থেকে দূরে সরিয়ে রাখা হয়।তবে তার মনের পরিস্থিতি কী হবে ?
advertisement

ঠিক এইরকমই এক ঘটনা ঘটেছে থাইল্যান্ডে। গত ৩০ বছর ধরে একটি শপিংমলের খাঁচায় বন্ধ করে রাখা হয়েছে এক গরিলাকে । অডিটি সেন্ট্রাল ওয়েবসাইট অনুযায়ী, গত ৩৩ বছর ধরে বুয়া নই নামে একটি মহিলা গরিলা থাইল্যান্ডের ব্যাংককে বন্দি রয়েছে । পাটা পিঙ্কলাও ডিপার্টমেন্ট স্টোর ব্যাংককের প্রাচীনতম মল। এই  শপিংমলেরই সপ্তম তলায় একটি ছোট চিড়িয়াখানা রয়েছে ।সেখানেই খাঁটায় বন্দি রয়েছে বুয়া ।  গরিলার বয়স যখন ১ বছর তখনই তাকে এই চিড়িয়াখানায় আনা হয় । এবং তারপর থেকেই খাঁচায় বন্দি বুয়া নই ।

advertisement

আরও পড়ুন : পথের আলোয় ফুটপাথে বসে পড়াশোনা করছে এক মেয়ে, মুগ্ধ করা ভিডিও দেখলে চোখে জল আসবে

এই অদ্ভুত চিড়িয়াখানা থেকে বুয়াকে বের করার জন্য অনেক প্রয়াস করা হয়েছে । অনেক অ্যাক্টিভিস্ট ,পেটা বুয়াকে বের করার জন্য প্রচেষ্টা করেছে  । কিন্তু, কিছুতেই বুয়াকে মুক্ত করা যায়নি । কারণ বুয়াকে চিড়িয়াখানার মালিক তখন কিনেছিলেন যখন অবলুপ্ত প্রাণী কেনায় কোনও বিধি নিষেধ ছিল না । তাই এখন বুয়া তার মালিকেরই ব্যক্তিগত সম্পত্তি । যতদিন না তিনি নিজে বুয়াকে মুক্ত করছেন ততদিন পর্যন্ত তাকে মুক্ত করা যাবে না ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

কিন্তু বুয়াকে কোনও মতেই ছাড়তে চান না চিড়িয়াখানর মালিক ।  তাঁর  দাবি তিনি খুব ভাল ভাবেই যত্ন নেন বুয়ার । 'এই চিড়িয়াখানাতে বুয়ার কোনও শারীরিক বা মানসিক সমস্যা হওয়ার কথা নয় ।   বুয়া নোয়া শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ ।এবং চিড়িয়াখানাই এখন তার বাড়ি।' বুয়ার মালিক আরও জানিয়েছেন , 'যারা মনে করছেন বুয়া ভাল নেই বা বুয়ার মন খারাপ তারা কাছের থেকে বুয়াকে চেনেন না । কিন্তু যদি কাছের থেকে বুয়াকে দেখেন তাহলে বুঝবেন যে বুয়া এখানে কতটা ভাল আছে । '

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
বিশ্বের সবচেয়ে একা গরিলাকে চেনেন? ৩০ বছর ধরে শপিংমলের খাঁচায় বন্দি এই বন্য পশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল