আজ আমরা এমনই একটি ঘটনার কথা বলতে চলেছি। আসলে, আমেরিকায় বসবাসকারী এক মহিলা আগে থেকেই প্রেমের সম্পর্কে ছিলেন। তিনি তাঁর প্রেমিক এবং বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে ফ্লোরিডার পানামা সিটি বিচে গিয়েছিলেন। কিন্তু সেখানেই তাঁর জীবনে এমন একটা মোড় এল, যখন মেয়েটি প্রথম দেখাতেই অন্য একটি ছেলের প্রেমে পড়ে গেলেন।
আমেরিকার মিশিগানের বাসিন্দা ২৮ বছর বয়সী কারা বলেছেন যে, তিনি তাঁর আমেরিকান প্রেমিক এবং এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় যুক্তরাজ্যের ইপসউইচের বাসিন্দা জেমসের সঙ্গে। কারা বলেন যে, তাঁদের উভয়ের মধ্যেই অনেক মিল ছিল। লেইটনস অপটিশিয়ানদের সঙ্গে কথা বলার সময়, তিনি বলেন যে, তিনি প্রথমে জেমসের হাসি এবং তারপরে তাঁর চোখ লক্ষ্য করেন। নিজেদের সম্পর্ক নিয়ে বিস্তারিত কিছু ভাবার মতো না থাকলেও নিজেদের মধ্যে এক অদৃশ্য টান অনুভব করেন তাঁরা। তবে শীঘ্রই তাঁদের মধ্যে বন্ধুত্ব হয়। তাঁরা একসঙ্গে অনেক জায়গায় ভ্রমণও করেন।
advertisement
কারা জানান, তাঁর বন্ধুরা তাঁকে জেমসের কাছে ছেড়ে হোটেলে চলে যান। কারা তাঁদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তাঁরা আর উত্তর দেননি। কারা পুরো সন্ধ্যা জেমস এবং তাঁর বন্ধুদের সঙ্গেই আড্ডা দিয়ে কাটিয়ে দেন এবং আবিষ্কার করেন যে জেমস এবং তাঁর মধ্যে অনেক মিল রয়েছে।
কারা বলেন, ‘সেই রাতেই আমার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নিয়ে শেষ ঝগড়া হয় এবং যখন আমি বাড়ি ফিরে আসি, তখন আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তারপর আমি মিশিগানে বাড়ি ফিরে আসি’।