সোনার কয়েন দেওয়ার নামে প্রতারণা চলছে। সাধারণ মানুষের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে একটা গ্যাং। এমনই অভিযোগে জেরবার মুরাদনগর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এই গ্যাং চালান এক মহিলা। তাঁর নাম পায়েল।
আরও পড়ুন– রাশিফল জানুয়ারি ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
advertisement
শুরু হয় তল্লাশি। জানা যায়, ওই মহিলা ঝুপড়িতে থাকেন। সেই মতো বিভিন্ন ঝুপড়িতে অভিযান শুরু হয়। একটি বস্তিতে ঢুকে পুলিশ দেখে, ময়লা জামাকাপড় পরে এক মহিলা হেঁটে যাচ্ছেন। তাঁকে থামিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীরা জিজ্ঞাসা করেন, “আপনি কে?”
উত্তরে মহিলা বলেন, “আমি এই ঝুপড়িতেই থাকি। আমার নাম পায়েল।” এ কথা শুনেই পুলিশের চক্ষু চড়কগাছ। পুলিশ যাঁকে হন্যে হয়ে খুঁজছে, সে যে একেবারে হাতের সামনে! সঙ্গে সঙ্গে পায়েলকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকে নগদ ২ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃত পায়েলই ওই ঝুপড়ির বাসিন্দা। সোনার কয়েনের নামে প্রতারণা চক্র চালাত।
পায়েলকে জিজ্ঞাসাবাদ করে আরও ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, এঁরা প্রত্যেকেই যাযাবর সম্প্রদায়ের। মধ্যপ্রদেশের কাটনি এলাকার বাসিন্দা। এসিপি সিদ্ধার্থ গৌতম বলেন, “ধৃতরা সোনার কয়েন বিক্রির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকাপয়সা হাতিয়ে নিত।”
আরও পড়ুন– বার্ষিক রাশিফল ২০২৫: দেখে নিন নতুন বছর নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সম্প্রতি আগ্রার শিব-কথা অনুষ্ঠানে এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছিল পায়েলের। তাঁকে সোনার কয়েন বিক্রির টোপ দিয়ে টাকা আনতে বলেছিলেন। ওই ব্যক্তিও পায়েলের কথায় বিশ্বাস করে টাকা নিয়ে নির্ধারিত স্থানে যান। সেখানে আগে থেকেই হাজির ছিলেন পায়েলের সাঙ্গোপাঙ্গোরা। তাঁরা ৯ লাখ টাকা নিয়ে চম্পট দেয়।
এরপরই পুলিশে অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি। তিনি জানান, শিব-কথা অনুষ্ঠানে এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। তিনি বলেছিলেন, তাঁর কাছে ৩০০ গ্রাম সোনার কয়েন আছে। তিনি বিক্রি করতে চান। এরপর টাকা নিয়ে হাজির হলে তাঁর সর্বস্ব লুট হয়ে যায়।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। ঝুপড়ি থেকে পায়েল নামের ওই মহিলা এবং ৫ যুবককে গ্রেফতার করা হয়। তবে আরও এক যুবক পলাতক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেও তাঁর কোনও সন্ধান মেলেনি। এখন তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।