গণেশ জয়ন্তী ২০২২ পূজা (Ganesh Jayanti 2022)
গণেশের অর্চনার সময় স্নান করে শুদ্ধ হয়ে গণেশজী-র মূর্তির সঙ্গে মাতা লক্ষ্মীর মূর্তিও স্থাপিত করবেন৷ গণেশকে মাতা পাবর্তী বরদান দিয়েছিলেন গণপতির পূজার সময় মাতা লক্ষ্মীর অর্চনা করতে দ্বিগুণ ফল (Money) পাবেন ভক্তরা৷
ঘরে স্থাপিত লক্ষ্মী মাতার সঙ্গে গণেশজী -র পূজার বিধান রয়েছে৷ দেবী লক্ষ্মীর সঙ্গে গণেশজী-র পূজায় আয় (Money) বৃদ্ধি হয়৷ এইভাবে ধণ আয় তা স্থায়ী হয়৷ এই ধন তাড়াতাড়ি ব্যয় হয় না৷
advertisement
আরও পড়ুন - Zodiac Signs: বৃহস্পতি তুঙ্গে, এই রাশির জাতক-জাতিকাদের জীবন হবে তোলপাড়
লক্ষ্মী ও গণেশের মূর্তি অক্ষত, গোলাপ, পদ্মফুল, চন্দন, ধূপ, দীপ, গন্ধ, অর্পণ করতে হয়৷ গণেশজীকে দুর্বা দিতে হয় এবং ভোগ নিবেদন করা হয়৷ মাতা লক্ষ্মী ক্ষীর কিম্বা সাদা বরফি ভোগ দিতে হয়৷ কমলগাট্টা লক্ষ্মীজিকে নিবেদন করতে হয়৷
আরও পড়ুন - Viral News: কোথা থেকে পেলেন এত সৌন্দর্য্য, Urfi Javed-র মা ও বোনের অপূর্ব রূপ দেখলে চোখ ফেরানো যাবে না
গণেশ ও লক্ষ্মীর (Ganesh) (Laxmi) আরতি
এরপরে গণেশ চালিশা এবম কনকধারা স্তোত্র পাঠ করতে হয়৷ এরপরে মাতা লক্ষ্মী এবম গণেশজী -র আরতি কর্পূর এবং ঘিয়ের দীপক দিয়ে করতে হয়৷ পূজার সময় গণেশজীর জন্মকথা শুনতে হয়৷
সাদা বস্ত্র, কর্পূর, ঘি, চাল, আতর, শৃঙ্গার সামগ্রী, মিছরি, দই, দান করতে হয়৷ শুক্রবার এই বস্তুগুলি দান করতে হয়৷ তাতে সম্পদ ও অর্থ উপার্জন হয়৷ এতে শুক্রগ্রহ মজবুত করা হয়৷