এক বছর আগে কৃষক মোহিত তার চুরি হওয়া মোষের রিপোর্ট থানায় দায়ের করেছিলেন, কিন্তু পুলিশ সেসময় কোনও সমাধান করতে পারেনি। তবে, এক বছর পর সেই কৃষক নিজেই হঠাৎ তার চুরি হওয়া মোষকে চিনতে পারলেন, তাও ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে!
আরও পড়ুন: ঘরে থাকা সাপ পালাবে চুপচাপ, এই আদিবাসী পদ্ধতিতেই মিলবে সুরাহা!
advertisement
ঘটনাটি ঠিক কী? বুলন্দশহরের গুলাবটি থানার অন্তর্গত ক্যাথলা গ্রামে বসবাসকারী মোহিতের মোষটি এক বছর আগে চুরি হয়ে যায়। তিনি এ বিষয়ে থানায় রিপোর্ট করেন, কিন্তু পুলিশ কোনও সূত্র খুঁজে পায়নি। এক বছর কেটে যায়, সবাই মোষটির কথা ভুলে যায়। তবে, এক মাস আগে মোহিত ইনস্টাগ্রামে একটি ভিডিওতে হঠাৎই সেই মোষকে দেখে চিনে ফেলেন। ভিডিওটি ছিল মাওয়ানা থানার খেড়ি মণিহার গ্রামের, এবং সেই মোষ ছিল মোহিতের।
আরও পড়ুন: যত কাণ্ড চিনে, খিদের চোটে চাটনি দিয়ে ‘চুল’ খাচ্ছে মানুষ! বিস্তারিত জানুন
মোহিত সরাসরি থানায় ছুটে যান। সেখানে থানার কর্মকর্তাদের জানানোর পর তারা খেড়ি মণিহার গ্রামের কৃষক পরবিন্দরের বাড়ি যান। পরবিন্দর জানান, তিনি মোষটি শামলির বাসিন্দা ভুরা নামে একজনের কাছ থেকে কিনেছিলেন। পুলিশ ভুরাকে হাজির করার নির্দেশ দেয় এবং আট দিনের মধ্যে তদন্তের আশ্বাস দেয়।
স্থানীয়দের মতে, ওই অঞ্চলে পশু চুরির ঘটনা ক্রমেই বাড়ছে। অনেকেই পশু হারিয়েছেন, তবে কেউ তাদের পশু ফেরত পাননি। তারা অভিযোগ করেন, পুলিশ এইসব চুরির ঘটনাকে গুরুত্ব সহকারে গ্রহণ করে না। এই কারণেই বারবার এমন চুরির ঘটনা ঘটছে।