পঞ্জিকা বলছে, মা দুর্গা কী ভাবে আসবেন তা ইঙ্গিত দেয় আগামী দিনগুলি শস্যশ্যামলা থাকবে নাকি জরা সমস্যা এগুলি লেগেই থাকবে। ২০২১-এ অক্টোবর মাসে পুজো। পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার আসছেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। ঘোড়া এমন একটি বাহন যা যুদ্ধের সময়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। ঘোড়ার পায়ের শব্দও যুদ্ধেরই ইঙ্গিত দেয়। তাই পঞ্জিকা মতেই ঘোটকে আগমন মানেই ছত্রভঙ্গের কথাই বলা হয়। অর্থাৎ এই সময়ে যুদ্ধ, অশান্তি, হানাহানির সম্ভাবনা থাকে।
advertisement
কিন্তু মায়ের গমন কীসে। পঞ্জিকা বলছে মা দুর্গার এবার দোলায় গমন। দোলায় গমনের ফলাফল হল মড়ক লাগা। এমনিতেই সারা বিশ্ব করোনার জেরে বিধ্বস্ত। দ্বিতীয় ঢেউতেও বহু মানুষ চলে গিয়েছেন। এবং এখনও পর্যন্ত জানা যাচ্ছে, অক্টোবরেই তৃতীয় ঢেউয়ের গ্রাফ সবচেয়ে উঁচুতে থাকবে। তাই দেবী দুর্গার গমনও খুব একটা সুখকর নয়। তা নিয়ে উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে।
২০২০-তে দেবী দুর্গা এসেছিলেন দোলায়। খেয়াল করলে দেখা যাবে, পুজোর পরে আবার দ্রুত বেড়েছিল করোনার প্রকোপ। যদিও সেবার তাঁর গমন ছিল গজে। সাধারণত গজে দেবীর গমনকে শুভ ধরা হয়। বলা হয় এতে পৃথিবী শস্যশ্যামলা হয়। এছাড়া নৌকাতেও মায়ের আগমন ও গমন হয়। কিন্তু একেও শাস্ত্রমতে শুভ ধরা হয় না। বলা হয় , বন্যা, ঝড় জল এগুলি হয়ে থাকে। যদি একই বছরে দেবী দুর্গার আগমন ও গমন একই বাহনে হয় তাহলে তাকে আরও অশুভ করা হয়।