মহিষাসুরের সঙ্গে লড়াইয়ের সময়ে দেবতারাই তাঁকে রণসাজে ভূষিত করেছিলেন। মহিষাসুরের সঙ্গে লড়ার আগে বহু অসুরকে পরাস্ত করেন দেবী। তখন রণক্ষেত্রে অবতীর্ণ হয় স্বয়ং মহিষাসুর। অন্যদিকে দেবীর বাহন সিংহও তখন সমান তালে লড়াই করছে। সেই দেখে মহিষাসুর সিংহকে মারতে উদ্যত হয়। তাই দেখে দেবী রেগে গিয়ে মহাপাশ ছুড়ে মারে মহিষাসুরকে। তখন দেবীকে বিভ্রান্ত করার জন্য মহিষাসুর সিংহের রূপ নেয়। তবে দেবী তাকে খড়্গ দিয়ে কেটে ফেলে। এর রে আবার এক হাতির রূপ নেয় মহিষাসুর। সঙ্গে সঙ্গে সেই হাতির শুঁড়কে কেটে ফেলেন দেবী। আর তার পরে ফের মহিষাসুর মহিষ রূপে ফিরে গিয়ে দেবীর সঙ্গে লড়াই করতে থাকে।
advertisement
কিন্তু এর কিছুক্ষণের মধ্যেই দেবী সুরা পান করে মহিষাসুরকে পরাস্ত করতে উদ্যত হন। প্রথম মহিষের মুখ কেটে ফেলেন তিনি। কিছু সময়ের মধ্যেই তিনি অসুরের বুকে বিঁধিয়ে দেন সেই ত্রিশূল। তবে শেষ মুহূর্তে নিজেও সমর্পিত হন মহিষাসুর। এই দৃশ্য দেখে দেবতারা তখন আনন্দে মেতে ওঠেনষ। দীর্ঘকাল পরে তাঁরা ফিরতে পারেন স্বর্গে।
দেবীদুর্গার মহিষাসুর বধ নিয়ে এমন অসংখ্য গল্প রয়েছে যা ছোটদের কাছেও খুবই আকর্ষণীয়। কিছু গল্প মানুষ শুনতে পারে মহালায়ায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে।