TRENDING:

"মনবা লাগে" গানে যুগলের সেমি ক্লাসিক্যাল নাচে প্রশংসার ঢেউ নেট দুনিয়ায়

Last Updated:

দুজন তরুণ ক্লাসিকাল ড্যান্সারকে একটি পার্কে জনপ্রিয় বলিউড গান "মনবা লাগে" তে পারফর্ম করতে দেখা গেছে। @rishisharma08.04 নামক একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই জুটির মন্ত্রমুগ্ধ করা নৃত্য পরিবেশনাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরেছে। duo dance performance on " manwa lage " song gone viral

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দিনটিকে সুন্দর করে তোলার জন্য এবং মন ভালো রাখার জন্য বিনোদনের সর্বশ্রেষ্ঠ প্ল্যাটফর্ম এখন ইন্টারনেট। প্রতিদিনই কিছু না কিছু সুন্দর জিনিস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরা হয়। গান এবং নাচের ভিডিও এর মধ্যে অন্যতম। কেউ যদি নাচে কিংবা গানে পারদর্শী হয়ে থাকে তাহলে তার একটি সুন্দর পারফর্মন্সের ভিডিও ইন্টারনেটে শেয়ার করে সে সুনাম অর্জন করতে পারে এবং তার ভিডিওটি ভাইরালও হয়ে যেতে পারে। প্রতিভা সবার মধ্যেই কোন না কোন রূপে থাকে , সোশ্যাল মিডিয়া এমন একটি মাধ্যম যা মানুষের লুকানো প্রতিভাকে বিশ্বের মানুষের দরবারে পৌঁছে দিতে সাহায্য করে।
advertisement

একইভাবে দুজন তরুণ ক্লাসিকাল ড্যান্সারকে একটি পার্কে জনপ্রিয় বলিউড গান "মনবা লাগে" তে পারফর্ম করতে দেখা গেছে। @rishisharma08.04 নামক একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই জুটির মন্ত্রমুগ্ধ করা নৃত্য পরিবেশনাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরেছে। আধুনিক গানের সঙ্গে তাদের সেমি ক্লাসিক্যাল নৃত্যের সমন্বয় সকলকে তাকে লাগিয়ে দেওয়ার মতো। বলিউডের খুবই জনপ্রিয় গান " মনবা লাগে" গানটিতে এই দুই তরুনের যুগলবন্দী সত্যি মনকে মোহিত করে দেয়। একটি পার্কে ব্যাকগ্রাউন্ডে যখন এই গানের ট্র্যাকটি চলছে , তখন সম্পূর্ণ ঐতিহ্যবাহী পোশাক পরিহিত এই জুটির নৃত্য পরিবেশনা পরিবেশটিকে যেন আরও বেশি সুন্দর করে তুলছিল। গানের সঙ্গে তাদের প্রতি স্টেপ এবং চোখ মুখের অভিব্যক্তি অপূর্বভাবে মাইল যাচ্ছিল। গান , নাচ এবং পোশাকের মাধুর্য এবং অপূর্ব সংমিশ্রণ আপনাকেও চঞ্চল করে তুলবে। পুরো পারফরমেন্সটি ছিল মডার্ন এবং ক্লাসিক্যালের এক নিঁখুত সমন্বয়।

advertisement

নিজেদের নাচের রিলটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সময় তার জানিয়েছেন যে কিভাবে পার্কে এই নাচটি কোরিওগ্রাফি করা হয়েছিল। শুধু তাই নয় এটাও জানা গেছে এই প্রথমবার তারা সেমি ক্লাসিক্যাল ড্যান্স পারফরমেন্স দিয়েছেন। ভিডিওটি এখানে দেখুন-

"মনবা লাগে" গানটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন অভিনীত হ্যাপি নিউ ইয়ার সিনেমা থেকে নেওয়া হয়েছে। এই রোমান্টিক গানটিতে নাচের কোরিওগ্রাফি করেছিলেন ফারহা খান। বিখ্যাত জুটি বিশাল শেখর দ্বারা রচিত, এই গানটি শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের গাওয়া। গানটি এতো বেশি জনপ্রিয় হয়েছিল যে অনেকেই এই গানে নিজেদের নাচের

advertisement

ভিডিও সোশ্যাল ভিডিওতে পোস্ট করতে শুরু করে দিয়েছিলেন।

এই অপূর্ব ডান্স রিলটি ৬ লক্ষেরও বেশি ভিউ এবং ১ টোনের বেশি প্রতিক্রিয়া অর্জন করেছে।

একজন ইউসার লিখেছেন "এটি অতীব সুন্দর এবং খুবই ক্যারিশম্যাটিক"

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আরও একজন যোগ করেছেন, "চমৎকার। আপনারা নাচটি দুর্দান্তভাবে পারফর্ম করেছেন , আপনাদের কোরিওগ্রাফি আমার খুব ভালো লেগেছে। "

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
"মনবা লাগে" গানে যুগলের সেমি ক্লাসিক্যাল নাচে প্রশংসার ঢেউ নেট দুনিয়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল