ভিডিওতে ধরা পড়েছে এক অলৌকিক দৃশ্য ৷ দেখা গিয়েছে এক মহিলা ডাক্তার এক নবজাতক শিশুকে কোলে ধরে আছেন ৷ এবং শিশুটির মুখে অনবরত ফু দিচ্ছেন ৷ তারপর শিশুটিকে উলটে দিয়ে তার পিঠ ঘষে দিচ্ছেন মহিলাটি ৷ কিছুক্ষণ পরেই শিশুটিকে হাসতে দেখা গেছে ভিডিওতে ৷
জানা গিয়েছে এই ভিডিওতে থাকা মহিলাটা একজন চিকিৎসক ৷ এবং যে শিশুটিকে ভিডিওতে দেখা গিয়েছে জন্মানোর পর তার দেহে প্রাণ ছিল না ৷ অনেক চেষ্টা করার পরেও নড়াচড়া করছিল না শিশুটি ৷ তারপরে, এই মহিলা চিকিৎসক নবজাতক শিশুটিকে একটানা ৭ মিনিট সিআরপি বা কারডিও পালমোনারি রিসেসিটেশন দেওয়ার পরেই প্রাণ ফিরে পায় নবজাতক ৷ এই সিআরপি করেই শিশুটিকে শ্বাস নিতে সাহায্য করছিলেন এই মহিলা চিকিৎসক ৷ অবশেষে অনেক কষ্টে শিশুটির প্রাণ ফিরিয়ে আনতে সফল হন তিনি ৷
আরও পড়ুন : সাইকেল আরোহীকে আক্রমণ চিতাবাঘের! পুরনো ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠল নেটিজেনরা
ভিডিওর শেষে দেখা গিয়েছে প্রাণ ফিরে পাওয়ার পরেই চিকিৎসককে দেখে হাসছে নবজাতক যা দেখেই আবেগপ্রবণ হয়েছেন নেটিজেনরা ৷
আরও পড়ুন : কলেজ ছাত্রকে প্রকাশ্যে চড়, লাথি শিক্ষকের! ভয়ঙ্কর মারধরের ভিডিও ভাইরাল
নবজাতকটির প্রাণ রক্ষা করেছেন চিকিৎসক সুরেখা চৌধুরী ৷ চিকিৎসক সুরেখা চৌধুরী একজন শিশু বিশেষজ্ঞ ৷ ঘটনাটি ঘটেছে ২০২২ সালের মার্চ মাসে আগ্রার ইতমাদপুরে ৷ সম্প্রতি এই পুরোনো ভিডিও নিয়েই উত্তাল হয়েছে নেট দুনিয়া ৷