TRENDING:

Paradoxical Frog: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে আকারে! উল্টো স্রোতে বিবর্তনধারা, জানেন কি কোন প্রাণী!

Last Updated:

Paradoxical Frog: যত প্রাপ্তবয়স্ক হতে থাকে, এদের দেহও সঙ্কুচিত হয়ে ছোট ব্যাঙে পরিণত হয়। সেই কারণে এই ব্যাঙকে শ্রিঙ্কিং ব্যাঙ বলেও ডাকা হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোটা বিশ্বে নানা ধরনের প্রাণী দেখা যায়। নানা রকম রঙ, নানা রূপ, নানা আকার-আকৃতি, বৈচিত্র্যপূর্ণ গঠন ইত্যাদি। এর মধ্যে কিছু কিছু প্রাণী তো বড়ই আজব। বিজ্ঞান কিংবা বিবর্তনের তত্ত্বও খাটে না সেখানে। এর মধ্যে অন্যতম হল প্যারাডক্সিক্যাল ব্যাঙ। কিন্তু কী কারণে এরা সবার থেকে আলাদা। আসলে বিশ্বের বেশিরভাগ প্রাণীই জন্মের পরে ছোটই থাকে। তারপর সময়ের সঙ্গে সঙ্গে প্রাপ্তবয়স্ক হয় আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে আকার-আকৃতি। তবে প্যারাডক্সিক্যাল ব্যাঙের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। এরা প্রথমে বড় আকারের ব্যাঙাচি থাকে। আর যত প্রাপ্তবয়স্ক হতে থাকে, এদের দেহও সঙ্কুচিত হয়ে ছোট ব্যাঙে পরিণত হয়। সেই কারণে এই ব্যাঙকে শ্রিঙ্কিং ব্যাঙ বলেও ডাকা হয়।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে আকারে! উল্টো স্রোতে বিবর্তনধারা, জানেন কি কোন প্রাণী!
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে আকারে! উল্টো স্রোতে বিবর্তনধারা, জানেন কি কোন প্রাণী!
advertisement

বড়ই আজব অদ্ভুতুড়ে এই ব্যাঙ

লাইভ সায়েন্সের প্রতিবেদন অনুযায়ী, প্যারাডক্সিক্যাল ব্যাঙ ভীষণই অদ্ভুত প্রাণী। এদের বিজ্ঞানসম্মত নাম সিউডিস প্যারাডক্সা (Pseudis Paradoxa)। এই প্রজাতির ব্যাঙ মূলত পোকামাকড় খেয়ে বেঁচে থাকে। আর প্যারাডক্সিক্যাল ব্যাঙ দেখা যায় নর্দার্ন দক্ষিণ আমেরিকা এবং ত্রিনিদাদে।

advertisement

এই ব্যাঙ কেন আকর্ষণীয়?

এই প্রজাতির ব্যাঙ বেশ অনন্য প্রকৃতির। কারণ এদের বয়স যত বাড়ে, এরা আকারে ততই ছোট হতে শুরু করে। প্রাপ্তবয়স হওয়ার তুলনায় লার্ভা থাকাকালীন এরা আকারে বেশ বড় হয়। এমনকী এটা শুনে সকলেই আশ্চর্য হবেন যে, একটি প্রাপ্তবয়স্ক প্যারাডক্সিক্যাল ব্যাঙেক তুলনায় প্রাথমিক পর্যায়ে এর আকার থাকে তিন-চার গুণ বড়।

advertisement

বিষয়টা উদাহরণ দিয়ে বলা যাক। লার্ভা থাকাকালীন এই প্রজাতির ব্যাঙের আকার হয় ৯ ইঞ্চি বা ২২ সেন্টিমিটার। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে এদের আকার কমে হয় ৩ ইঞ্চি বা ৮ সেন্টিমিটার। ছোট অবস্থায় থাকাকালীন প্যারাডক্সিক্যাল ব্যাঙ সাধারণত গাছপালা খেয়েই জীবনধারণ করে। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে হ্রদ এবং নদীর তলদেশ থেকে তারা পোকামাকড় শিকার করতে শিখে যায়।

advertisement

আরও পড়ুন: আসছে মকর সংক্রান্তি, শুভ দিনে রাশি মিলিয়ে এই কাজ করুন, সারা বছর অটুট থাকবে সুখ-সমৃদ্ধি

কিন্তু বড় আকৃতির হয় কীভাবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

হারপেটোলজিক্যাল জার্নালে ২০০৯ সালে গবেষণার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে, এই প্রজাতির ব্যাঙের ব্যাঙাচির বেড়ে ওঠার হার অন্যান্য প্রজাতির ব্যাঙের মতোই। কিন্তু প্যারাডক্সিক্যাল ব্যাঙ বৃদ্ধি পায় এবং এদের দেহেরও বিকাশ ঘটে। মেটামরফোসিসের সময়ে ব্যাঙাচির দেহ সঙ্কুচিত হয়ে ব্যাঙে পরিণত হয়। যার আকৃতি আগের এক তৃতীয়াংশ। আর সেই কারণেই প্রকৃতির অলৌকিক ঘটনা বলে বিবেচনা করা হয় এই প্রজাতির ব্য়াঙকে।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Paradoxical Frog: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছোট হতে থাকে আকারে! উল্টো স্রোতে বিবর্তনধারা, জানেন কি কোন প্রাণী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল