জানা গিয়েছে যে বিদেশ থেকে এক দম্পতি এসে পৌঁছেছিলেন নয়াদিল্লিতে। তাঁরা বাহরিন থেকে এসেছিলেন। নয়াদিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁরা অন্য যাত্রীদের মতোই এসে পৌঁছন। সবার সঙ্গে যেমন থাকে, তাঁরাও টেনে নিয়ে আসছিলেন এক ট্রলি ব্যাগ।
আরও পড়ুন– ‘মানুষের মাংস খেতে অনেকটা…’, ফ্রান্সের যুবকের ভিডিও ভাইরাল! কথা শুনলে বুক কেঁপে উঠবে
advertisement
এই পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু বিমানবন্দরে উপস্থিত নিরাপত্তা সংস্থার কড়া নজর এড়াতে পারেননি স্ত্রী এবং স্বামীর মধ্যে কেউই। সন্দেহ হলে তাঁদের লাগেজ তল্লাশি করা হয়। এর পরই আসল ঘটনা প্রকাশ পায়। বিদেশ সফর থেকে ফিরে আসা ওই দম্পতি এখন জেলহাজতে।
এই প্রসঙ্গে কাস্টমস বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন যে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে ১.৪১ কোটি টাকার সোনা পাচারের অভিযোগে এক বিবাহিত দম্পতিকে আটক করা হয়েছে। রবিবার বাহরিন থেকে আসার পর বিমানবন্দরের এক্সিট জোনে তাঁদের থামানো হয়। সোশ্যাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে বলা হয়েছে যে শুল্ক বিভাগের কর্মকর্তারা ১.৫ কেজি সোনা, ভারতীয় টাকায় যার মূল্য ১.১১ কোটি টাকা, তা উদ্ধার করেছেন। তাঁরা যে ট্রলি ব্যাগটি টেনে নিয়ে আসছিলেন, তার আস্তরণের ভিতরে ১৫টি রুপোলি রঙের ধাতব তারের আড়ালে ওই ১.৫ কেজি সোনাটি লুকিয়ে রাখা হয়েছিল।
কর্মকর্তারা জানিয়েছেন, ট্রলি ব্যাগটি স্ত্রী নিজে টেনে নিয়ে আসছিলেন, যাতে মহিলা দেখে সন্দেহ করা না হয়। তবে তাতেও শেষ রক্ষা হয়নি, ওই ট্রলি ব্যাগটি স্ক্যানিং মেশিনে রাখলেই ভিতরে কী রয়েছে তা স্পষ্ট ধরা পড়ে যায়। সোনা পাচারের অভিযোগে ওই স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত করা হচ্ছে।
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দর, সংক্ষেপে IGI, দেশের অন্যতম ব্যস্ত এক বিমানবন্দর। প্রতিদিন হাজার হাজার ফ্লাইট এখানে বিদেশ থেকে আসে এবং সোইরকম ভাবেই পাড়িও দেয়। প্রতিদিন হাজার হাজার মানুষ টেক অফের পাশাপাশি এই বিমানবন্দরে অবতরণ করে। তাদের নিরাপত্তায় যাতে কোনও গাফিলতি না হয় সেজন্য সম্পূর্ণ যত্ন নেওয়া হয়। সিআইএসএফ এ হেন ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার জন্য দায়ী। এর পাশাপাশি বিমানবন্দরে অন্যান্য সংস্থাও মোতায়েন রয়েছে, যাতে যাত্রীদের ওপর সম্পূর্ণ নজর রাখা যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানও পরিচালিত হয়। এই সুরক্ষা ব্যবস্থার জেরেই এবার বিদেশ-ফেরত এই দম্পতির সোনা পাচারের কুকীর্তি হাতে-নাতে ধরা পড়ল।