এক্স হ্যান্ডেলে নিজের বাবাকে বিয়ে করার পর ভিডিও দিয়েছেন নিজেই। নতুন বউয়ের বেশে, সিঁথিতে সিঁদুর পরে সেই ভিডিও শেয়ার করেছেন তরুণী নিজেই। ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জোর চর্চাও শুরু হয়েছে। অনেকেই দাবি করেছেন বাবা এবং মেয়ের সম্পর্ককে কলুষিত করেছেন দুজন। কিন্তু বাস্তবে দেখা যায় ভিডিওতে বিয়ে করার ঘটনা সত্যি নয়।
advertisement
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় সোনার খনির হদিস পেল প্রতিবেশি দেশ! মজুত রয়েছে ৭ লক্ষ কোটি টাকার সোনা
এই দৃশ্য দেখে অনেকেই দুজনকে গ্রেফতারের দাবি তুলেছেন। কিন্তু বাবাকে বিয়ে করে একটুও লজ্জিত নন তরুণী। ভিডিওতে মেয়েটিকে বলতে শোনা যায়, “ইনি আমার বাবা। তবে এখন থেকে পৃথিবীকে বলতে চাই যে আমরা বিবাহিত”। পাশাপাশি সম্পর্ক মেনে নিয়েছেন মেয়েটির বাবাও। তিনি বলেছেন, ‘‘হ্যাঁ, ও আমার নিজের মেয়ে। তাতে (বিয়েতে) সমস্যাটা কোথায়?’’ ভিডিওর নীচে লেখা রয়েছে ঘটনাটি কেবল বিনোদনের জন্যই, আদৌ তারা বিয়ে করেননি।
তবে নিজের বাবাকে বিয়ে করে একদমই লজ্জিত নন তরুণী। বরং ভালবাসার মানুষকে নিয়ে তিনি গর্বিত। বাবা-মেয়ের সম্পর্ক ছেড়ে এখন স্বামী-স্ত্রীর সম্পর্কে জোর দিতে চান তাঁরা। এই ভিডিওটি শেয়ার করেছেন সমাজবাদি পার্টি নেতা জয়সিংহ যাদব।