TRENDING:

ইংরেজি পরীক্ষা দিতে বেরোল ছাত্রী, ফিরল যখন সিঁথিতে 'সিঁদুর'! মাঝে যা হল...'সিনেমার মতো' দেখে নিন ভিডিওতে!

Last Updated:

Darbhanga News:পরীক্ষার দিন সকালে সময় মতো বেরোল ছাত্রী। কিন্তু তার পর যখন ফিরল, তার কপালে টকটক করছে সিঁদুর! মাঝে কী ঘটেছিল? সে নিজেই জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশ জুড়ে পরীক্ষার মরশুম। মাধ্যমিক, ম্যাট্রিক কিংবা বিভিন্ন বোর্ডের পরীক্ষা নিয়ে ব্যস্ত শিক্ষার্থীরা। তার মধ্যেই ঘটে গেল অবাক করা এই ঘটনা। ইংরেজি পরীক্ষার দিন সকালে সময় মতো বেরোল এক ছাত্রী। কিন্তু তার পর যখন ফিরল, তার কপালে টকটক করছে সিঁদুর! মাঝে কী ঘটেছিল? সে নিজেই জানিয়ে দিল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওটি দেখলে আঁতকে উঠবেন।
২২ ফেব্রুয়ারি ছিল বিহার বোর্ডের ইংরেজি পরীক্ষা। ওই দিনই এক পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বদলে প্রেমিক আগেই সঙ্গে আনা সিঁদুর তার সিঁথিতে পরিয়ে দেয়। মেয়েটিও খুশি মনে সিঁদুর গ্রহণ করেন। ছেলেটি সেই মুহূর্তের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২২ ফেব্রুয়ারি ছিল বিহার বোর্ডের ইংরেজি পরীক্ষা। ওই দিনই এক পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বদলে প্রেমিক আগেই সঙ্গে আনা সিঁদুর তার সিঁথিতে পরিয়ে দেয়। মেয়েটিও খুশি মনে সিঁদুর গ্রহণ করেন। ছেলেটি সেই মুহূর্তের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
advertisement

ভারতে এখন বোর্ড পরীক্ষার মরশুম চলছে। যে কোনও বোর্ড হোক না কেন, এই সময় পরীক্ষার চাপ থাকে তুঙ্গে। বিশেষ করে বোর্ড পরীক্ষার ভয় আলাদা মাত্রার হয়। অনেকে এতটাই দুশ্চিন্তায় ভোগেন যে ঠিকমতো ঘুম হয় না, খাওয়া-দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন- রাজধানী এক্সপ্রেসে অঘোরে ঘুমোচ্ছিলেন দুই যাত্রী, TTE এসে বললেন, ‘কই টিকিটটা…?’ তারপর যা হল, সবাই স্তম্ভিত!

advertisement

কত সাবস্ক্রাইবার, ‘ভিউ’ হলে ইউটিউব টাকা দেয়? ‘সহজ’ নিয়মটা জানলে ঘরে বসেই আনবেন লাখ লাখ টাকা!

শুধু ছাত্রছাত্রীরাই নয়, অভিভাবকরাও এই সময় প্রবল চাপে থাকেন। তাঁরা সন্তানদের ভালো ফলের জন্য নানা প্রতিশ্রুতি দেন, আবার ফেল করলে কী পরিণতি হবে তাও বোঝানোর চেষ্টা করেন। বিশেষ করে অনেক মেয়ের ক্ষেত্রেই শর্ত একটাই— হয় পরীক্ষায় পাশ করো, নয়তো বিয়ে করে নাও। কিন্তু বিহারের এক তরুণীর কাছে পরীক্ষার চেয়ে বিয়েটাই বেশি জরুরি ছিল। তাই পরীক্ষা কেন্দ্রে যাওয়ার বদলে তিনি প্রেমিকের সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন।

advertisement

ইংরেজি পরীক্ষা দিতে বেরিয়েছিলেন, হয়ে গেলেন বউ! 

২২ ফেব্রুয়ারি ছিল বিহার বোর্ডের ইংরেজি পরীক্ষা। ওই দিনই এক পরীক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করেন। পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর বদলে প্রেমিক আগেই সঙ্গে আনা সিঁদুর তার সিঁথিতে পরিয়ে দেয়। মেয়েটিও খুশি মনে সিঁদুর গ্রহণ করেন। ছেলেটি সেই মুহূর্তের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

advertisement

আরও পড়ুন- না মেজেই দাঁত সাদা, ‘ঝকঝকে’ থাকবে…! পায়োরিয়া, ক্যাভিটি উধাও! শুধু চিনুন এই ‘জিনিস’, বার্ধক্যেও দাঁত পড়বে না!

বোর্ড পরীক্ষার মরশুমে পালিয়ে বিয়ে, বিহারে নতুন ঘটনা নয়! 

বিহারে বোর্ড পরীক্ষার সময় এমন ঘটনা নতুন নয়। এই সময় সেখানে পালিয়ে বিয়ে করার প্রবণতা বাড়ে। মূলত, অনেক মেয়েকে বলা হয়— যদি পরীক্ষায় ফেল করো, তাহলে বিয়ে দিয়ে দেওয়া হবে। ফলে অনেকে আগে থেকেই নিশ্চিত থাকেন যে কঠিন প্রশ্নপত্র দেখে তাঁরা পাশ করতে পারবেন না। তাই বাবা-মায়ের পছন্দের পাত্রের বদলে নিজের প্রেমিককেই জীবনসঙ্গী হিসাবে বেছে নেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ইংরেজি পরীক্ষা দিতে বেরোল ছাত্রী, ফিরল যখন সিঁথিতে 'সিঁদুর'! মাঝে যা হল...'সিনেমার মতো' দেখে নিন ভিডিওতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল