আসলে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ধরনের ভিডিও ছড়িয়ে পড়তে দেখা যায়। এর মধ্যে কিছু ভিডিও ঘটনাক্রমে ক্যামেরায় ধরা পড়ে। আবার কন্টেন্ট তৈরি করার পর বহু ভিডিও শেয়ার করেন ব্যবহারকারীরা। মূলত মানুষের বিনোদনের উদ্দেশ্যেই এই ভিডিওগুলি তৈরি হয়। এখন আসলে সোশ্যাল মিডিয়ায় মানিটাইজেশনের সুবিধা শুরু হয়ে গিয়েছে। ফলে ব্যবহারকারীরা এমন কন্টেন্ট তৈরি করে, যা প্রচুর ভিউ পায়। আর তা থেকে টাকা আয় হয়। ভাইরাল কন্টেন্ট তৈরি করার জন্য মানুষ মজাদার ভিডিও বানায়। আর এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
ভাইরাল ভিডিও-য় পদে পদে রহস্য:
এই ভিডিওটি নিয়ে অনেকেই মজা করছেন। আসলে একেবারে টানটান থ্রিলারের মতো পদে পদে ট্যুইস্ট রয়েছে এই ভিডিওটিতে। ওই ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে যে, কয়েক মুহূর্তের ব্যবধানে নিজেদের মহিলা সঙ্গী নিয়ে হোটেলের ঘরে ঢুকছেন দুই পুরুষ। আর তাঁরা যা ঘর নিয়েছিলেন, তা একেবারে পাশাপাশি। যাঁরা প্রথমে এসে হোটেলের ঘরে ঢুকেছিলেন, তাঁরা নিজেদের স্লিপার বাইরেই রেখে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় যুগল পাশের ঘরে ঢোকার মুখেই থমকে যান পুরুষ সঙ্গীটি। কারণ তাঁর নজর পড়েছিল পাশের ঘরের বাইরে খোলা জুতোর দিকে। কারণ সেই জুতোজোড়া বেশ পরিচিত ছিল তাঁর কাছে।
এরপর একপ্রকার সন্দেহের বশে পাশের ঘরের দরজায় টোকা দেন। সেই ঘর থেকে বেরিয়ে আসেন এক পুরুষ। এবার ঘর থেকে বেরিয়ে এসেই হতভম্ব হয়ে যান ওই ব্যক্তি। তাঁর সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির সঙ্গী মহিলাকে দেখে মাথা ঘুরে যায় তাঁর। আসলে ওই মহিলা আর কেউ নন, তিনি ঘরে থাকা অর্থাৎ প্রথম ব্যক্তির স্ত্রী।
ট্যুইস্ট এখনও বাকি:
এখানেই শেষ নয়, সঙ্গী বিভ্রাটের ঘটনার এখনও অনেকটাই বাকি রয়েছে। কারণ এবার দ্বিতীয় ব্যক্তিটির অর্থাৎ ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা পুরুষের তাজ্জব হওয়ার পালা। কারণ এবার ঘরের ভিতর থাকা ব্যক্তি বা প্রথম ব্যক্তির পিছন থেকে যে মহিলা বেরিয়ে এলেন, তিনি আসলে বাইরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির স্ত্রী। অর্থাৎ একে অন্যের স্ত্রীকে নিয়ে হোটেলে একান্তে সময় কাটাতে এসেছিলেন দুই ব্যক্তি। আপাতত ট্যুইস্টে ভরা এই ভিডিও নিয়েই জোর চর্চা নেটমাধ্যমে। এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ দেখেছেন এই ভিডিওটি। যদিও বলে রাখা ভাল, এই ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড। মূলত মানুষকে বিনোদন দেওয়ার জন্যই এটি তৈরি করা হয়েছে।