টমেটোর দাম বেড়ে যাওয়া নিয়ে মিমের ছড়াছড়ি। সব্জির মূল্যবৃদ্ধিতে বেহাল অবস্থা হলেও খানিক হাসি ফুটছে মানুষের মুখে। কনটেন্ট ক্রিয়েটার কুশাল পাওয়ার দক্ষিণী জনপ্রিয় গান ‘টাম টাম’-এর প্যারোডি বানিয়ে ভাইরাল হয়ে গিয়েছেন ইনস্টাগ্রামে।
আরও পড়ুন: কবে কমবে টমেটোর দাম? আসল খবর শুনলে মাথায় হাত পড়বে! জেনে নিন চটপট
advertisement
ভিডিওয়ে দেখা যাচ্ছে, দুই প্যাকেট টমেটো কিনতে গিয়ে কান্না চলে এসেছে কুশালের। কোনওমতে টাকা দিয়ে রাস্তায় এসে প্যারোডি গেয়ে গেয়ে নাচ করলেন তিনি। সঙ্গ দিলেন আরও তিন জন ব্যক্তি। গানের কথায় সাধারণ মানুষের দুর্দশার বিবরণ দিলেন কুশাল। হাসির মোড়কে মূল্যবৃদ্ধিকে দুষলেন কনটেন্ট ক্রিয়েটার। গানে গানে কুশাল বললেন, পাও ভাজি হোক বা মুরগির ঝোল, অথবা টমেটোর স্যুপ, যে রান্নাগুলি টমেটো ছাড়া হওয়া মুশকিল, বা অসম্ভব, সেসব এখন থেকে নতুন রেসিপিতে তৈরি হবে। কারণ টমেটো কেনার সাধ্য অধিকাংশেরই নেই।
দেশের একাধিক মেট্রো শহরেই এই অবস্থা। বিভিন্ন সব্জির মূল্যবৃদ্ধির জেরে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। টমেটোর দাম এখন কেজি প্রতি ৫৮ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। সবথেকে বেশি দাম কলকাতায় (১৪৮-১৬০ টাকা), সবথেকে কম মুম্বইতে (৫৮ টাকা)। দিল্লিতে সেই সংখ্যাটি ১১০ টাকা, চেন্নাইতে ১১৭ টাকা।