ঘটনাটি ঘটেছে ভুবন্বেশরের ওড়িশায়। স্থানীয়রা সাপ বিশেষজ্ঞকে ডেকে এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে ধরা পড়ে সেই দৃশ্যও। দেখা যায়, সাপের নিচের চোয়াল ফাঁক করে একটু একটু করে ওষুধের শিশি বার করে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে সুশান্ত লেখেন, “ভুবনেশ্বরে একটি সাধারণ কোবরা সাপ কফ সিরাপের শিশি গিলে নিতে গেছিল। গিলতে না পেরে উগরে দিতে চাইছে কিন্তু পারছে না। আটকে গেছে গলায়। সর্পবিশারদরা এসে তবে সাপটির চোয়াল ফাঁক করিয়ে গলা থেকে শিশি টেনে বার করেন। অনেক ঝুঁকি নিয়ে সাপটির প্রাণ বাঁচে।”
advertisement
সাপটিকে শেষ অবধি বাঁচানো গিয়েছে শুনে স্বস্তি বোধ করে নেটদুনিয়া। অনেকেই সাধুবাদ দিয়ে মন্তব্য করেন, প্রতিটি প্রাণ মূল্যবান। সাপের প্রাণ রক্ষার জন্য নেটিজেনদের কুর্নিশ পান সর্পবিশারদ উদ্ধারকারী দল। কয়েক হাজার শেয়ার হয় এই ভিডিও।
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 04, 2024 5:06 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Cobra Swallows Cough Syrup: কফ সিরাপ গিলে বেকায়দায় কোবরা! তার পর যা করা হল...
