TRENDING:

‘ক্লিন কোচ, ডার্টি ট্র্যাক?’ চলন্ত ট্রেন থেকে আবর্জনা ছুঁড়ে ফেললেন কর্মী, ভাইরাল ভিডিওয় উঠল প্রশ্ন— ‘এটাই কি ভারতীয় রেলের বাস্তব চিত্র?’

Last Updated:

কর্মী চলন্ত ট্রেন থেকে আবর্জনা ছুঁড়ে ফেলায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা, ভারতীয় রেলের পরিচ্ছন্নতা ও নাগরিক সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ট্রেন সফর মানেই আনন্দ, গল্প, আর জানলার বাইরের দৃশ্যপটের অদলবদল। কিন্তু সেই আনন্দ মুহূর্তেই মাটি হয়ে যায় যখন চোখে পড়ে নোংরা কামরা, দাগধরা জানলা আর উপচে পড়া ডাস্টবিন। ক্লাস যাই হোক— ২এসি, ৩এসি বা স্লিপার— সমস্যা কিন্তু প্রায় একই। আর এবার দেখা গেল, কামরা পরিষ্কার রাখার দায়িত্ব যাঁদের, তাঁরাই নোংরার দায় বাড়াচ্ছেন।
ভারতীয় রেলে OBHS কর্মীর ট্রেন থেকে আবর্জনা ফেলা, ভাইরাল ভিডিওয় বিতর্ক
ভারতীয় রেলে OBHS কর্মীর ট্রেন থেকে আবর্জনা ফেলা, ভাইরাল ভিডিওয় বিতর্ক
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ভিডিওটি ধারণ করেছেন এক যাত্রী, যেখানে দেখা যায় অন বোর্ড হাউসকিপিং সার্ভিস (OBHS)-এর এক কর্মী নির্লজ্জভাবে চলন্ত ট্রেনের জানলা দিয়ে আবর্জনার ব্যাগ ছুঁড়ে ফেলছেন রেললাইনের উপর।

‘তোমার দুষ্টু ছেলের তরফে…’  ১০ বছরের ছেলে পকেটমানি জমিয়ে মাকে জন্মদিনে এমনই এক উপহার দিল ! 

advertisement

এরপর তিনি একেবারে নিরুত্তাপ ভঙ্গিতে ডাস্টবিনে নতুন প্লাস্টিক ব্যাগ লাগিয়ে দেন, যেন কিছুই ঘটেনি। ক্যামেরা যখন যাত্রীর দিকে ঘুরে যায়, দেখা যায় তাঁর মুখে স্পষ্ট হতাশার ছাপ।

advertisement

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী তীব্র সমালোচনা করে লেখেন, “OBHS কর্মীরা ঠিকাদারি ব্যবস্থার মাধ্যমে নিয়োগ পায়। মাসে মাত্র ১৫ হাজার টাকা আয় করে, দিনে ৯ ঘণ্টারও বেশি কাজ করতে হয়। ওভারটাইমেও দ্বিগুণ মজুরি মেলে, কিন্তু দায়বদ্ধতা নেই, পরিশ্রম অনেক। ১,১০০ জোড়া ট্রেনে পরিষ্কার রাখার দায় তাঁদের কাঁধে, অথচ পরিবেশের দায়িত্ব কেউ নেয় না।”

advertisement

লেপার্ডের তাড়া খেয়ে মগডালে চড়েই যত বিপত্তি, গর্জন শেষে বদলে গেল কান্নায়! দেখুন ভিডিও 

আরও এক ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “সবাই নিজের চারপাশটা পরিষ্কার রাখার জন্য বাইরে ফেলে দেয় ময়লা। আমাদের নাগরিক সচেতনতা এখনও ১৯২৫ সালেই আটকে আছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
বাজেটের মধ্যে দারুণ কালেকশন! ঠাণ্ডা পড়তেই শহরে বসল তিব্বতিদের বাজার
আরও দেখুন

আর এক জন মন্তব্য করেন, “রেললাইনে যখনই ময়লা ফেলো, মনে রেখো— কারও জীবন ঝুঁকি নিয়ে সেই ময়লা পরিষ্কার করতে হয়। তাঁদের কাজের প্রতি শ্রদ্ধা রাখো। আমাদের রেলওয়ে পরিষ্কার রাখো।”

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
‘ক্লিন কোচ, ডার্টি ট্র্যাক?’ চলন্ত ট্রেন থেকে আবর্জনা ছুঁড়ে ফেললেন কর্মী, ভাইরাল ভিডিওয় উঠল প্রশ্ন— ‘এটাই কি ভারতীয় রেলের বাস্তব চিত্র?’
Open in App
হোম
খবর
ফটো
লোকাল