TRENDING:

অ্যান্টার্কটিকের জলে ওয়েটসুট ছাড়া সাঁতার কেটে বিশ্বরেকর্ড করলেন চিলির 'আইস মারমেইড'

Last Updated:

"আইস মারমেইড" নামে পরিচিত ৩৭ বছর বয়সী চিলির সাঁতারু বারবারা হার্নান্দেজ ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত অ্যান্টার্কটিকের জলে ওয়েটসুট ছাড়া সাঁতার কেটে বিশ্ব রেকর্ড ভাঙলেন। Chile’s ‘Ice Mermaid’ takes longest swim in Antarctic water

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতকালে যেখানে আমরা ২ ডিগ্ৰি তাপমাত্রায় রাস্তায় বেরতে ইতস্তত করি, সেখানে কেউ একই তাপমাত্রাযুক্ত কনকনে ঠান্ডা জলে ওয়েটস্যুট ছাড়াই সাঁতার কাটতে পারে সেকথা কল্পনাও করা যায়না। কিন্তু এটা সম্পূর্ণ সত্যি। "আইস মারমেইড" নামে পরিচিত ৩৭ বছর বয়সী চিলির সাঁতারু বারবারা হার্নান্দেজ ৪৫ মিনিটেরও বেশি সময় ধরে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাযুক্ত অ্যান্টার্কটিকের জলে ওয়েটস্যুট বা নিওপ্রণ স্যুট এবং কোন রকম সুরক্ষা সরঞ্জামাদি ছাড়াই সাঁতার কেটে বিশ্ব রেকর্ড ভাঙলেন।
advertisement

অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ মহাসাগরের উপর জলবায়ু সংকটের প্রভাব এবং সমুদ্রের পরিবেশ রক্ষা সম্পর্কে মানুষকে সচেতন করতে বারবারা হার্নান্দেজ এত কম তাপমাত্রায় হাড়হিম করা ঠান্ডা জলে সাঁতার কেটেছেন। ড্রেক প্যাসেজের উত্তাল জলে দ্রুততম সাঁতারু হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় করেছেন এই ৩৭ বছরের মহিলা। নাও দিস এর দ্বারা শেয়ার করা ভিডিওটিতে বারবারাকে একটা ছোট বোট থেকে ওয়েটস্যুট ছাড়াই কনকনে অ্যান্টার্কটিকার জলে ঝাঁপ দিতে এবং কনকনে ঠান্ডা জলে ওয়েটস্যুট ছাড়াই দ্রুতবেগে সাঁতার কাটতে দেখা যায় । ভিডিওটি এখানে দেখুন-

advertisement

স্প্যানিশ ভাষায় তিনি জানিয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে অ্যান্টার্কটিকায় সাঁতার কাটা তার স্বপ্ন ছিল। তিনি আরও যোগ করেন যে তার সাঁতার কাটার উদ্দেশ্য কোন চ্যালেঞ্জ গ্রহণ বা অসম্ভবকে সম্ভব করা নয়। বরং অ্যান্টার্টিকাকে রক্ষা করা এবং তার ওপর জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সবাইকে অবগত করা এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যেই তিনি এই কাজে নিজেকে যুক্ত করেছেন। এছাড়াও তিনি সমগ্র বিশ্ববাসীর কাছে এই চমৎকার জায়গাটিকে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করেন এই ক্ষেত্রে। শেষে তিনি তার দলের সদস্যদেরও ধন্যবাদ জানাই।

advertisement

কোন দুর্গম কাজ কখনও একদিনে সম্ভব হয়না। এই কথাটা চিরন্তন সত্য। বারবারাও টাস্কের জন্য প্রস্তুতি নিতে তিন বছর পরিশ্রম করেছেন। এর জন্য তার শরীরের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে। হাড়হিম করা ঠান্ডায় সাঁতার কাটতে গিয়ে হাইপোথারমিয়ার নামক রোগের শিকার হন তিনি যেখানে তার শরীরের তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়।

advertisement

একটি প্রতিবেদনে জানা গেছে ২০২২ সালের জুন মাসে দক্ষিণ চিলির কাবো দে হর্নোসে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যবর্তী অঞ্চল ড্রেক প্যাসেজ দিয়ে মাত্র ১৫ মিনিট ৩ সেকেন্ড এক নটিক্যাল মাইল পাড়ি দিয়ে সবচেয়ে দ্রুততম সাঁতারু হয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড ভাঙেন বারবারা। পাশাপাশি দ্য ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের পুরষ্কারও জেতেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

"আইস মারমেইড" নামে পরিচিত এই বারবারা হার্নান্দেজ পেশায় একজন মনোবিজ্ঞানী এবং সাঁতারু।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
অ্যান্টার্কটিকের জলে ওয়েটসুট ছাড়া সাঁতার কেটে বিশ্বরেকর্ড করলেন চিলির 'আইস মারমেইড'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল