TRENDING:

Chewing Nails Disorder: নখ কামড়ানোর অভ্যাস? পেটের মধ্যে কী কী যাচ্ছে জানেন, এই ভিডিও দেখলে চমকে উঠবেন

Last Updated:

Chewing Nails Disorder: সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নখ কামড়ানোর ফলে কী কী হয় সেটা দেখা গিয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অনেকেরই অভ্যাস রয়েছে নখ কামড়ানোর। কিন্তু এই অভ্যাসে অনেক খারাপ প্রভাব রয়েছে। অনেকের আবার ছোট থেকে এই অভ্যাস থাকে। বড় বয়সেও সেই অভ্যাস থেকে যায়। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে নখ কামড়ানোর ফলে কী কী হয় সেটা দেখা গিয়েছে।
এই ভিডিও দেখলে চমকে উঠবেন
এই ভিডিও দেখলে চমকে উঠবেন
advertisement

Discover_facts12 নামে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাতে দেখা যাচ্ছে নখের নিচে অনেক ময়লা রয়েছে।

আরও পড়ুন, ‘বাকিবুর রহমানের কাছ থেকে কি কোভিড তহবিলের চেক নিয়েছিলেন?’ প্রশ্ন শুভেন্দুর

আরও পড়ুন, পাকিস্তান ক্রিকেটে একেবারে চরম অশান্তি, বাবর আজমের ব্যক্তিগত চ্যাট লিক,রইল ভিডিও

কাটা নখটি মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসা হয়। সেই নখটির অবস্থা দেখে অনেকেই চমকে গিয়েছেন। দেখা যাচ্ছে যে, নখের মধ্যে অসংখ্য জীবাণু এবং ব্যাকটেরিয়া ঘুরে বেড়াচ্ছে।

advertisement

ভাইরাল ভিডিও নিয়ে ডেইলি স্টারের প্রতিবেদনে ডাঃ সায়া নাগোরি নামে একজন চিকিৎসক জানিয়েছেন, নখের মধ্যে দেখা যাচ্ছে যে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এবং কোলাই-এর মতো জীবাণুও রয়েছে। এগুলি শরীরে গেলে ভয়ানক সমস্যা হতে পারে। ফলে এই অভ্যাস থেকে সকলকে সতর্ক থাকা উচিত।

সেরা ভিডিও

আরও দেখুন
অনাথ কিশোর-কিশোরীদের জন্য পালক পিতা-মাতার খোঁজে জেলা প্রশাসন
আরও দেখুন

বিশেষজ্ঞদের মতে, ছোট থেকেই নখ কামড়ানোর মতো এই অভ্যাস থেকে যায়। তার জেরে পেটের বিভিন্ন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আবার অনেকের বড় নখ রাখার অভ্যাস রয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নখ পরিষ্কার রাখা এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Chewing Nails Disorder: নখ কামড়ানোর অভ্যাস? পেটের মধ্যে কী কী যাচ্ছে জানেন, এই ভিডিও দেখলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল