আরও পড়ুন: শুভ কাজে যাওয়ার আগে এগুলো করুন, ভাগ্য সহায় থাকবে
এখন দেখে নেওয়া যাক কোন গ্রহকে কী ভাবে ঠান্ডা করবেন—
রবি-
দেবী- মাতঙ্গী।
বীজ মন্ত্র- ওঁ হ্রাং হ্রীং সঃ।
জপ সংখ্যা- ৭,০০০ বার।
পূজ্য উপকরণ- রক্তপুস্প, তাম্র, রক্তচন্দ্র, সুগন্ধিকুসুম, বৃষ।
ভোগ্রদ্রব্য- গুড়পক্ক অন্ন।
দানদ্রব্য- গুড়, স্বর্ণ, তাম্র, রক্তপদ্ম, মাণিক্য।
advertisement
চন্দ্র—
দেবী- কমলা।
বীজমন্ত্র- ওঁ ঘৌং স্রৌং সঃ।
জপসংখ্যা- ১১,০০০ বার।
পূজ্য উপকরণ- ধেনু, শ্বেতপুস্প, মিষ্টদ্রব্য, সুগন্ধিদ্রব্য।
ভোগ্যদ্রব্য- ঘৃত পরমান্ন।
দানদ্রব্য- বস্ত্র, রৌপ্য, ঘৃতপূর্ণ কুম্ভ, যুগোপযুক্ত বৃষ।
মঙ্গল—
দেবী- বগলা।
বীজমন্ত্র- ওঁ হ্রাং হ্রীং হ্রাং সঃ।
জপসংখ্যা- ১০,০০০ বার।
পূজ্য উপকরণ- রক্তপুস্প, তাম্র, রক্তচন্দ্র, সুগন্ধিকুসুম, বৃষ।
ভোগ্যদ্রব্য- হবিষ্যান্ন।
দানদ্রব্য- গুড়, স্বর্ণ, রক্তপুস্প, তাম্র।
বুধ—
দেবী- ত্রিপুরা।
বীজ মন্ত্র- ওঁ হ্রৌং হ্রৌং হ্রাং সঃ।
জপ মন্ত্র- ৪,০০০ বার।
পূজ্য উপকরণ- মণি, রজত, বকুল পুস্প।
ভোগ্য দ্রব্য- দুগ্ধপক্ক অন্ন।
দান দ্রব্য- ঘৃত, হাতির দাঁত, ঝাঁটি পুস্প।
বৃহস্পতি-
দেবী- তারা।
বীজ মন্ত্র- ওঁ ঞৌং ঞৌং ঞৌং সঃ।
জপ সংখ্যা- ১৯,০০০ বার।
পূজ্য দ্রব্য- পীত বর্ণ দ্রব্য।
ভোগ্য দ্রব্য- দধিযুক্ত অন্ন।
দান দ্রব্য- চিনি, মিষ্টি, লবণ, স্বর্ণ।
শুক্র—
দেবী- ভুবনেশ্বরী।
বীজ মন্ত্র- ওঁ হ্রৌং হ্রীং সঃ।
জপ সংখ্যা- ১৬,০০০ বার।
পূজ্য উপকরণ- মাদক দ্রব্য, সুগন্ধি দ্রব্য।
ভোগ্য দ্রব্য- ঘৃতযুক্ত অন্ন।
দান দ্রব্য-হীরক, আতপ, রৌপ্য, ঘৃত, চন্দন।
শনি—
দেবী- দক্ষিণা কালী।
বীজ মন্ত্র- ওঁ শৌং শৌং সঃ।
জপ সংখ্য- ২৩,০০০ বার।
পূজ্য উপকরণ- কৃষ্ণ বর্ণ দ্রব্য।
ভোগ্য দ্রব্য- তিল পিষ্টক।
দান দ্রব্য- কুলত্থ, মহিষ, লৌহ।
রাহু—
দেবী- ছিন্নমস্তা।
বীজ মন্ত্র- ওঁ ছৌং ছাং ছৌং সঃ।
জপ সংখ্যা- ১৮,০০০ বার।
পূজ্য উপকরণ- কৃষ্ণ বর্ণ দ্রব্য।
ভোগ্য দ্রব্য- আম, মাংস।
দান দ্রব্য- গোমেদ, ঘোড়া, কম্বল, কৃষ্ণ বস্ত্র, কৃষ্ণ তিল, লৌহ পাত্রে তেল।
কেতু—
দেবী- ধূমাবতী।
বীজ মন্ত্র- ওঁ ফৌং ফাং ফৌং সঃ।
জপ সংখ্যা- ১৭,০০০ বার।
পূজ্য উপকরণ- ধূম্ব্র বর্ণ দ্রব্য।
ভোগ্য দ্রব্য- টিত্রোদন।
দান দ্রব্য- বৈদুর্যমণি, কৃষ্ণ তিল, খড়্গ, তৈল, মৃগনাভি।