তবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাঁরা মানবতার ধর্ম পালন করে চলেছেন। তাঁদের জন্যই এই পৃথিবী বেঁচে থাকার যোগ্য এখনও। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, একটি চলন্ত গাড়ির উপর বাজ পড়ছে।
পুরো এলাকার মানুষ গাড়িতে থাকা মানুষদের বাঁচাতে বেরিয়ে আসেন। গাড়ির ভিতরে থাকা সওয়ারিরা প্রাণে বেঁচে যান। এই দুর্ঘটনাটি সাধারণ নয়, বজ্রপাতের পর গাড়ি থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে।
advertisement
আরও পড়ুন- নিজের চোখের উপর অগাধ বিশ্বাস! ছবিতে লুকনো ফোটোগ্রাফারকে খুঁজে নিন, সময় ৭ সেকেন্ড
টুইটার অ্যাকাউন্ট @OTerrifying-এ প্রায়ই ভয়ঙ্কর সব ভিডিও পোস্ট করা হয়। সম্প্রতি ওই অ্যাকাউন্টে এই ভিডিও শেয়ার করা হয়েছিল। বজ্রপাতের ভিডিও ভাইরাল হয়।
চলন্ত গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। বজ্রপাতের পর গাড়িতে আগুন লেগে গিয়েছিল। চলন্ত গাড়িতে বজ্রপাতের ঘটনা সেভাবে দেখা যায় না। বজ্রপাতের পর কিছুদূর এগিয়েই চালক গাড়ি থামায়।
এর পর ওই লোকালয়ে উপস্থিত সবাই গাড়িতে বসে থাকা মানুষের জীবন বাঁচাতে বেরিয়ে আসেন। নিজেদের জীবনের পরোয়া না করে তাঁদের পাশে দাঁড়ায় লোকজন। এই ভিডিও ৩৫ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে।