ভাইরাল হওয়া এই ছবির মধ্যে একটা জিনিস লুকিয়ে আছে। প্রথমে লোকে ভেবেছিল এর মধ্যে হয়তো কোনও প্রাণী লুকিয়ে আছে। এমতাবস্থায় সাধারণ দর্শক পাথরের কাছে এবং আশেপাশের শুকনো পাতা দেখে সেই প্রাণীটিকে খুঁজতে থাকে। কিন্তু এর পরেও তিনি কোনও প্রাণী দেখতে পাননি কেউই। তবে আমরা আপনার সমস্যাকে একটু সহজ করে দিচ্ছি।
advertisement
আরও পড়ুন - সমুদ্রের মধ্যে ফেটে পড়ল আগ্নেয়গিরি, ধেয়ে আসছে সুনামি, উপগ্রহ মারফত ধরা পড়ল মারণ ছবি
আসলে এই ছবিতে কোনও প্রাণী নেই, মানুষের মুখ লুকিয়ে আছে। মানুষও মানুষের মুখের সন্ধানে ছবি শেয়ার করছে। এই মুখ আপনার চোখের সামনে, কিন্তু মানুষ আপনি দেখতে পাচ্ছেন না। এতে মুখ নেই বলে দাবি করেছেন অনেকে। একই সময়ে, অনেকে বলেছেন যে এই ছবি কেবল সময় নষ্ট করে। এর মধ্যে এমন কোনও বিষয় লুকিয়ে নেই। আসলে ছবিটার সত্যিই মধ্যে একটা মুখ লুকিয়ে আছে।
আরও পড়ুন: রবি ও মঙ্গলে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, কী পরিবর্তন হতে চলেছে বাংলার আবহাওয়ায়?
আপনার সমস্যা সহজ করা যাক. শুকনো পাতার স্তূপের মধ্যে সাবধানে দেখুন।
এই মুখ লুকানো ছিল. চোখের সামনে থাকার পরও মানুষ তা দেখতে পায়নি। বুদ্ধির পরীক্ষার প্রশ্ন হিসেবে এই ছবিটি প্রচুর শেয়ার করা হচ্ছে।