ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন কনেকে যিনি তার বিদায়ের সময় খুব আবেগপ্রবণ হয়ে পড়েছেন। শুধু তাই নয় এই ভিডিওতে কনে তাঁর পরিবারকে, বিশেষ করে সম্ভবত তাঁর মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন।
advertisement
আরও পড়ুন: ভাত খেলে কি সত্যিই ‘ওজন’ বাড়ে…? চমকে দেবে ‘সঠিক’ উত্তর, জানা মাস্ট!
যদিও এই দৃশ্য আমাদের খুবই চেনা। বিয়ের পর বিদায়ের সময় প্রতিটি মেয়ের হৃদয় ভারাক্রান্ত হয়। মা-বাবা পরিবার ছেড়ে অন্য একটি পরিবারে গিয়ে থাকার ভাবনায় চোখে জল আসে কনে ও পরিবারের সকলেরই। চোখ ভিজে যায় পাড়া প্রতিবেশীদেরও। এই আবেগঘন মুহূর্তটি আরও গভীর হয় সকলের উপস্থিতিতে। তাই এই ভাইরাল দৃশ্যটিও ছিল হৃদয় ছুঁয়ে যাওয়া এক দৃশ্য যা দেখে সবারই চোখ ভিজে উঠবে। কিন্তু ভিডিওতে হঠাৎ করেই এমন এক টুইস্ট আসে যা সবাইকে হতবাক করে দেয়।
ভিডিওটিতে দেখবেন আচমকা এমন একটি মুহূর্ত আসে যা সবাইকে অবাক করে দেয়। হঠাৎই কনের মেজাজ বদলে যায় এবং তিনি নাচতে শুরু করে দেন আচমকা। আর তার কীর্তি দেখে সেখানে দাঁড়িয়ে থাকা মহিলারাও হাসিতে ফেটে পড়েন। যেখানে এক মুহূর্ত আগে তিনি কাঁদছিলেন, সেখানে হঠাৎ ওই তরুণী নববধূকে খুশিতে নাচতে দেখা যায়। তার নাচের স্টাইল দেখে সবাই তো অবাক। কনের এই মুড সুইচ কেন হল? কারণটি কী তা আশেপাশের মানুষ না বুঝলেও সবার কাছেই মজার মুহূর্ত হয়ে ওঠে পুরো ঘটনাটি।
আর এই ভাবেই কনের এই অদ্ভুত ও মজার প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। ভিডিওতে, তাঁর বিদায় মুহূর্ত থেকে নাচ সব দেখে নেটিজেনরাও হেসে কুটোপাটি। একদিকে কনের আবেগঘন কান্না যেখানে সকলের চোখে জল এনে দিয়েছিল, অন্যদিকে তাঁর আনন্দ ও নাচ সবাইকে হাসিয়ে দিয়েছে এই ভিডিওতে। আর এই ভিডিওটিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং সবাই এটি বারবার দেখছেন। বন্ধুদের শেয়ার করছেন অনেকে।
মজার এই ভিডিওটি প্রমাণ করেছে যে জীবনে সুখী হওয়ার সর্বোত্তম উপায় হল নিজের দুঃখকে হালকাভাবে নেওয়া। এই ভিডিওটি flywiser1 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপলোড করা হয়েছে। যদিও এই ভিডিওটির সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। তাই এই ভিডিওর সত্যতা আমরা নিশ্চিত করছি না।