ভারতীয় বিয়ের ভাইরাল হওয়া এই ভিডিওটি নিয়ে আবার নেট দুনিয়ার বাসিন্দারা ভিন্ন ভিন্ন মত পোষণ করছেন, বলা যায় দ্বিধা বিভক্ত তাঁরা। ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে বিয়ের আচার-অনুষ্ঠানের জন্য মণ্ডপে বসে বর-কনে। একেবারে স্কুলের বাচ্চাদের মতো ঝগড়া, তারপর তা হাতাহাতি এবং শেষ পর্যন্ত একে অপরকে ছুড়ে ফেলে দেওয়ার ঘটনাও ঘটছে।
advertisement
আরও পড়ুন- কেন্দ্র টাকা দিচ্ছে না, ফের সরব হল তৃণমূল কংগ্রেস
ভিডিওটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার কারণে পোস্টটিতে প্রচুর মজার মন্তব্যের বন্যা হয়েছে। বিবাহ মণ্ডপে এমন কাণ্ড কারখানা দেখে বরপক্ষ বা কনের পরিবারের ঠিক কী মনে হয়েছে তা বলা মুশকিল। কিন্তু আপামর জনগণ হাসির খোরাক পেয়েছেন তা বলাই যায়।
আরও পড়ুন- বজবজের একাধিক পঞ্চায়েত এলাকাতেও এবার আর্সেনিক মুক্ত পানীয় জল
ভিডিও-টিতে দেখা যাচ্ছে যে বর ও কনে বিয়ের অনুষ্ঠানের জন্য বসে আছেন। ঠিক তখনই তুচ্ছ কিছু বিষয় নিয়ে তাঁদের মধ্যে গোলমাল শুরু হয়। আপাতদৃষ্টিতে মনে হয়, নববধূর হাতে একটি থালা রয়েছে। যে থালা থেকে কিছু তিনি বরের মুখের দিকে এগিয়ে দিচ্ছেন। বর তাঁকে নিরস্ত করেন, বরং পাল্টা কনের মুখে কিছু তুলে দেওয়ার চেষ্টা করেন। আর তারপরই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। এমনকী শেষ পর্যন্ত কনে গড়িয়ে বিবাহ মণ্ডপের বাইরে চলে যান। কনে খুব গম্ভীর মুখে থাকলেও বরকে হাসতে দেখা গিয়েছে। ফলে বোঝাই যায় বিষয় তেমন কিছু গুরুতর নয়।
বর কনের হাতাহাতির সময় এক মহিলা কনেকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু পারেননি। বর কনের শিশু সুলভ আচরণে হাসির রোল উঠেছে বিয়ে বাড়িতেও।