আজ যে ব্রেন টিজারটি এসেছে, তা বেশ কিছু সময় ধরে ভাইরাল নেটদুনিয়ায়। এই পাজল সমাধান করার জন্য মাথা খাটিয়ে একটু হিসেবনিকেশ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, ব্রেন টিজার চ্যালেঞ্জের ছবিতে কী কী দেখা যাচ্ছে! এই ছবিতে দেখা যাচ্ছে তিন ধরনের ফল – আপেল, চেরি এবং স্ট্রবেরি। এক এক ধরনের ফলের মান এক-এক রকম।
advertisement
দেখা যাচ্ছে, তিনটি আপেলের যোগফল ১৫। ১টি আপেল, ১টি স্ট্রবেরি ও ২টি চেরির যোগফল ১৯। ২টি চেরি, ৩টি চেরি এবং ১টি স্ট্রবেরির যোগফল ২৬। তাহলে ১টি চেরি + আড়াই খানা স্ট্রবেরি / ১টি আপেল = কত হবে? আর এটাই মাত্র ৯ সেকেন্ডের মধ্যে হিসেব কষে বার করতে হবে। বিষয়টা কিন্তু খুব একটা কঠিন নয়। এর জন্য অবশ্য বিশ্লেষণের ভাল ক্ষমতা থাকতে হবে। কথায় কথায় তো সময় প্রায় ফুরিয়ে এল। যদি সমাধান না আসে, তাতেও সমস্যা নেই। কারণ আমরাই সমাধান বলে দিচ্ছি।
৩টি আপেলের যোগফল ১৫। তাহলে এক-একটি আপেলের মান ১৫/৩= ৫। আবার এদিকে ৩টি চেরি + ২টি চেরি + ১টি স্ট্রবেরি = ২৬। যার অর্থ হল, ৫টি চেরি + ১টি স্ট্রবেরি = ২৬। চেরি আর স্ট্রবেরির মান বার করার জন্য ২টি চেরি, ৩টি চেরি এবং ১টি স্ট্রবেরির যোগফলের দিকে নজর দিতে হবে। ১টি আপেল, ১টি স্ট্রবেরি ও ২টি চেরির যোগফল ১৯। অর্থাৎ ১টি স্ট্রবেরি + ২টি চেরি = ১৪ (১৯-৫)। এখান থেকে চেরির মান পাওয়া যাবে। ৫টি চেরি + স্ট্রবেরি – (২টি চেরি + স্ট্রবেরি) = ১২ (২৬-১৪)। ফলে ৩টি চেরি = ১২। আর ১টি চেরি = ৪। এবার ৫টি চেরি (২০) + ১টি স্ট্রবেরি = ২৬। যার অর্থ হল একটি স্ট্রবেরি = ৬।
তাহলে ১টি চেরি + ২.৫টি স্ট্রবেরি / ১টি আপেল = ? ১টি চেরি হল ৪। আর আড়াই খানা স্ট্রবেরি হল ১৫। একটি আপেল হল ৫। তাহলে হিসেব দাঁড়াচ্ছে – ৪ + ১৫ / ৫ = ? অর্থাৎ ৪ + ৩ = ৭।