TRENDING:

Brain Teaser for Geniuses:মস্তিষ্কের তীক্ষ্ণতা একবার ঝালিয়ে নেবেন না কি? তাহলে মাত্র ৯ সেকেন্ডে খুঁজে বার করুন এই অঙ্কের উত্তর

Last Updated:

Brain Teaser for Geniuses: যে ব্রেন টিজারটি এসেছে, তা বেশ কিছু সময় ধরে ভাইরাল নেটদুনিয়ায়। এই পাজল সমাধান করার জন্য মাথা খাটিয়ে একটু হিসেবনিকেশ করতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ব্রেন টিজার পাজল অনেকটা অপটিক্যাল ইলিউশন ধাঁধার মতোই। এর মাধ্যমে মস্তিষ্কের তীক্ষ্ণতা নির্ধারণ করা সম্ভব। এমনকী পাঠকদের সমালোচনামূলক চিন্তাধারা এবং সমস্যা সমাধানের দক্ষতার দিকটাও প্রকাশ পায়। সবথেকে বড় কথা হল, এই ধরনের মজার ধাঁধা বুদ্ধির তীক্ষ্ণতা এবং মনোযোগ উন্নত করতেও সহায়ক। আর এই ব্রেন টিজার চ্যালেঞ্জের মধ্যে অন্যতম হল পাজলের সমাধান, কোন কোড বার করা, লুকিয়ে থাকা বিষয়বস্তু খুঁজে বার করা এবং কোনও ছবিতে ভুল থাকলে তা খুঁজে বার করা। এই ধরনের চ্যালেঞ্জ নিয়মিত অনুশীলন করলে মস্তিষ্কও হবে ক্ষুরধার। আর এটা মস্তিষ্কের স্বাস্থ্যকর ব্যায়ামও বটে!
মস্তিষ্কের স্বাস্থ্যকর ব্যায়ামও বটে
মস্তিষ্কের স্বাস্থ্যকর ব্যায়ামও বটে
advertisement

আজ যে ব্রেন টিজারটি এসেছে, তা বেশ কিছু সময় ধরে ভাইরাল নেটদুনিয়ায়। এই পাজল সমাধান করার জন্য মাথা খাটিয়ে একটু হিসেবনিকেশ করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, ব্রেন টিজার চ্যালেঞ্জের ছবিতে কী কী দেখা যাচ্ছে! এই ছবিতে দেখা যাচ্ছে তিন ধরনের ফল – আপেল, চেরি এবং স্ট্রবেরি। এক এক ধরনের ফলের মান এক-এক রকম।

advertisement

দেখা যাচ্ছে, তিনটি আপেলের যোগফল ১৫। ১টি আপেল, ১টি স্ট্রবেরি ও ২টি চেরির যোগফল ১৯। ২টি চেরি, ৩টি চেরি এবং ১টি স্ট্রবেরির যোগফল ২৬। তাহলে ১টি চেরি + আড়াই খানা স্ট্রবেরি / ১টি আপেল = কত হবে? আর এটাই মাত্র ৯ সেকেন্ডের মধ্যে হিসেব কষে বার করতে হবে। বিষয়টা কিন্তু খুব একটা কঠিন নয়। এর জন্য অবশ্য বিশ্লেষণের ভাল ক্ষমতা থাকতে হবে। কথায় কথায় তো সময় প্রায় ফুরিয়ে এল। যদি সমাধান না আসে, তাতেও সমস্যা নেই। কারণ আমরাই সমাধান বলে দিচ্ছি।

advertisement

৩টি আপেলের যোগফল ১৫। তাহলে এক-একটি আপেলের মান ১৫/৩= ৫। আবার এদিকে ৩টি চেরি + ২টি চেরি + ১টি স্ট্রবেরি = ২৬। যার অর্থ হল, ৫টি চেরি + ১টি স্ট্রবেরি = ২৬। চেরি আর স্ট্রবেরির মান বার করার জন্য ২টি চেরি, ৩টি চেরি এবং ১টি স্ট্রবেরির যোগফলের দিকে নজর দিতে হবে। ১টি আপেল, ১টি স্ট্রবেরি ও ২টি চেরির যোগফল ১৯। অর্থাৎ ১টি স্ট্রবেরি + ২টি চেরি = ১৪ (১৯-৫)। এখান থেকে চেরির মান পাওয়া যাবে। ৫টি চেরি + স্ট্রবেরি – (২টি চেরি + স্ট্রবেরি) = ১২ (২৬-১৪)। ফলে ৩টি চেরি = ১২। আর ১টি চেরি = ৪। এবার ৫টি চেরি (২০) + ১টি স্ট্রবেরি = ২৬। যার অর্থ হল একটি স্ট্রবেরি = ৬।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাহলে ১টি চেরি + ২.৫টি স্ট্রবেরি / ১টি আপেল = ? ১টি চেরি হল ৪। আর আড়াই খানা স্ট্রবেরি হল ১৫। একটি আপেল হল ৫। তাহলে হিসেব দাঁড়াচ্ছে – ৪ + ১৫ / ৫ = ? অর্থাৎ ৪ + ৩ = ৭।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Brain Teaser for Geniuses:মস্তিষ্কের তীক্ষ্ণতা একবার ঝালিয়ে নেবেন না কি? তাহলে মাত্র ৯ সেকেন্ডে খুঁজে বার করুন এই অঙ্কের উত্তর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল