শিক্ষা, খেলাধুলা, নাচ গান সব দিক দিয়ে তারা এগিয়ে থাকলেও সুরক্ষার দিকটা আজও টলবলে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমনি একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়েছে যেখানে দেখা গেছে খালি রাস্তায় একজন বাইকার পথ চলতি এক মহিলাকে স্পর্শ করতে গেলে নিজেই বাইকসমেত রাস্তায় ছিটকে পড়ে। ওই মহিলাটি কোন কিছুর পরোয়া না করে নিজের গন্তব্যের দিকে হাঁটা দেয়। ভিডিওটি এখানে দেখুন-
advertisement
ভিডিওটির শুরুতেই একজন মহিলাকে খালি রাস্তায় একা একা হেঁটে যেতে দেখা যায়। পিছন থেকে আসা একজন বাইকার মনে খারাপ উদ্দেশ্য নিয়ে তার দিকেই অগ্রসর হচ্ছিল। হঠাৎ বাইকটি ওই মহিলার একদম কাছে এসে যায় এবং খালি রাস্তার সুযোগে ওই বাইকার মহিলাকে হাত দিয়ে ছুঁতে চেষ্টা করে। মুহূর্তেই রাস্তায় ধাক্কা লেগে বাইকসমেত বাইকার রাস্তার ধারে ছিটকে পড়ে। কিন্তু মহিলাটি তাকে পাত্তা না দিয়েই নিজের গন্তব্যের দিকে এগিয়ে যায়। কয়েকবার চেষ্টা করার পর বাইকার উঠে দাঁড়িয়ে বাইক ঘুরিয়ে যে পথ দিয়ে এসেছিল, সেই পথেই ফিরে যায়।
বহু প্রচলতি একটি কথা এই ক্ষেত্রে খুবই প্রযোজ্য যে যেমন কর্ম তেমন ফল। বাইকারটি যে অন্যায় করেছে হাতেনাতে তার কর্মের ফলও ভোগ করেছে। Instant Karma নামক টুইটারের একটি পেজে এই ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি টুইটারে শেয়ার হওয়ার পর থেকে ১৫৫ হাজার ভিউস এবং ১৯৩১হাজার লাইকস পেয়েছে।