TRENDING:

শাটার বন্ধ হলেই আসল ব্যবসা শুরু, মোটা টাকা কামানোর কৌশল ধরা পড়ল পুলিশের জালে

Last Updated:

Bihar Crime News: গোপালগঞ্জে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সফল হয়েছে গোপালগঞ্জ থানা পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গোপালগঞ্জ: সম্প্রতি দেশের এক অংশ থেকে এমন একটি খবর এসেছে যা শুনে অনেকেই চমকে গিয়েছেন। লোক দেখিয়ে এক ব্যবসা এবং রাতের আঁধারে অন্য ব্যবসার কথা প্রকাশ্যে এল বিহার থেকে। বিহারে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে ছোটখাটো ব্যবসার আড়ালে এক বড় নেটওয়ার্কের হদিশ দিয়েছে পুলিশ। এই নেটওয়ার্ক ব্যাপক পরিসরে তাদের ব্যবসা বিস্তার করে সাদা ব্যবসার আড়ালে কালো ব্যবসা চালিয়ে যাচ্ছিল। এর থেকে প্রচুর টাকা আয়ও করেছে তারা। কিন্তু, এই বড় র‌্যাকেট ফাঁস করে দিয়েছে পুলিশ।
শাটার বন্ধ হলেই আসল ব্যবসা শুরু, মোটা টাকা কামানোর কৌশল ধরা পড়ল পুলিশের জালে
শাটার বন্ধ হলেই আসল ব্যবসা শুরু, মোটা টাকা কামানোর কৌশল ধরা পড়ল পুলিশের জালে
advertisement

আরও পড়ুন– ভাই-বোনের বিয়ে বাধ্যতামূলক, লঙ্ঘন করলেই শাস্তি ! এমন প্রথা প্রচলিত এ দেশেরই এক রাজ্যে

গোপালগঞ্জে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সফল হয়েছে গোপালগঞ্জ থানা পুলিশ। মামলায় ধৃত এই চোরেরা সাইকেল চুরি থেকে শুরু করে বড় গাড়িও চুরি করে আবর্জনার দোকানে বিক্রি করত। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইক ও বিপুল পরিমাণ বাইকের যন্ত্রাংশ-সহ উদ্ধার করেছে। গ্রেফতার করা চোরদের মধ্যে মাঞ্জাগড় থানা এলাকার এমিলিয়া গ্রামের চুন্নু কুমার সিং, নগর থানা এলাকার হারবাসা গ্রামের মুলায়ম যাদব, যাদোপুর থানা এলাকার অলিপুর গ্রামের ঋষভ কুমার, নগর থানা এলাকার বাসডিলা গ্রামের শামসুদ্দিন ও ছোটকা নামে কয়েক ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। বাড়ৌলি থানা এলাকার বাধেয়া গ্রামের নিবাসী দীনেশ সাহনির কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

advertisement

আরও পড়ুন– ঘোড়ায় চেপে বিয়ে করতে রওনা দিচ্ছিলেন বর, আচমকাই এলাকা ঘিরে ফেলে ৩টি থানার পুলিশ; হতবাক গ্রামবাসীরাও

এসপি স্বর্ণা প্রভাত জানান, নগর থানার পুলিশ শহরের রাজেন্দ্র বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে বাইক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছিল যে চোরাই গাড়ির যন্ত্রাংশ বিক্রেতাদের মধ্যে বরাউলির দীনেশ সাহনি এবং হারবাসার মুলায়ম যাদব অন্যতম। এরপর পুলিশ উভয় দোকানে অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইক সহ বিপুল পরিমাণ সাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করে এবং উভয় দোকানদারকে গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুন– জোটে কেবল মৃত মানুষের ছবি তোলার বায়না; শিল্পীর উপযুক্ত সম্মান কি দেবে এই শহর? খুব শীঘ্রই আসছে ‘নেগেটিভ’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গোপালগঞ্জে কিছু স্ক্র্যাপ ডিলারের মাধ্যমে চুরি যাওয়া গাড়ির রহস্য উদঘাটন হয়েছে। এইসব স্ক্র্যাপ ডিলারদের নেটওয়ার্ক জেলাজুড়ে বিস্তৃত। স্ক্র্যাপ ডিলাররা চুরি যাওয়া গাড়ি সস্তা দামে কিনে আলাদা ভাবে যন্ত্রাংশ বিক্রি করে। এর আগেও গোপালগঞ্জ থানা পুলিশ শহরের বানজারি মোড়ের কাছে অভিযান চালিয়ে হাফ ডজনের বেশি চোরাই বাইক উদ্ধার করেছিল।

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শাটার বন্ধ হলেই আসল ব্যবসা শুরু, মোটা টাকা কামানোর কৌশল ধরা পড়ল পুলিশের জালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল