আরও পড়ুন– ভাই-বোনের বিয়ে বাধ্যতামূলক, লঙ্ঘন করলেই শাস্তি ! এমন প্রথা প্রচলিত এ দেশেরই এক রাজ্যে
গোপালগঞ্জে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করতে সফল হয়েছে গোপালগঞ্জ থানা পুলিশ। মামলায় ধৃত এই চোরেরা সাইকেল চুরি থেকে শুরু করে বড় গাড়িও চুরি করে আবর্জনার দোকানে বিক্রি করত। এই তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইক ও বিপুল পরিমাণ বাইকের যন্ত্রাংশ-সহ উদ্ধার করেছে। গ্রেফতার করা চোরদের মধ্যে মাঞ্জাগড় থানা এলাকার এমিলিয়া গ্রামের চুন্নু কুমার সিং, নগর থানা এলাকার হারবাসা গ্রামের মুলায়ম যাদব, যাদোপুর থানা এলাকার অলিপুর গ্রামের ঋষভ কুমার, নগর থানা এলাকার বাসডিলা গ্রামের শামসুদ্দিন ও ছোটকা নামে কয়েক ব্যক্তিকে চিহ্নিত করা গিয়েছে। বাড়ৌলি থানা এলাকার বাধেয়া গ্রামের নিবাসী দীনেশ সাহনির কথাও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
advertisement
এসপি স্বর্ণা প্রভাত জানান, নগর থানার পুলিশ শহরের রাজেন্দ্র বাসস্ট্যান্ডের কাছে অভিযান চালিয়ে বাইক চুরি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। তদন্তে জানা গিয়েছিল যে চোরাই গাড়ির যন্ত্রাংশ বিক্রেতাদের মধ্যে বরাউলির দীনেশ সাহনি এবং হারবাসার মুলায়ম যাদব অন্যতম। এরপর পুলিশ উভয় দোকানে অভিযান চালিয়ে তিনটি চোরাই বাইক সহ বিপুল পরিমাণ সাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করে এবং উভয় দোকানদারকে গ্রেফতার করে।
গোপালগঞ্জে কিছু স্ক্র্যাপ ডিলারের মাধ্যমে চুরি যাওয়া গাড়ির রহস্য উদঘাটন হয়েছে। এইসব স্ক্র্যাপ ডিলারদের নেটওয়ার্ক জেলাজুড়ে বিস্তৃত। স্ক্র্যাপ ডিলাররা চুরি যাওয়া গাড়ি সস্তা দামে কিনে আলাদা ভাবে যন্ত্রাংশ বিক্রি করে। এর আগেও গোপালগঞ্জ থানা পুলিশ শহরের বানজারি মোড়ের কাছে অভিযান চালিয়ে হাফ ডজনের বেশি চোরাই বাইক উদ্ধার করেছিল।