TRENDING:

সিগারেট নাকি বিড়ি, কোনটা বেশি প্রাণঘাতী? চাঞ্চল্যকর রিপোর্ট, না জানলে বিপদ

Last Updated:

Cigarette vs Bidi Report: বেশিরভাগ মানুষের ধারণা, মানুষের শরীরের জন্য সিগারেট বেশি ক্ষতিকারক। তুলনায় বিড়িতে কম তামাক থাকে। তার উপর তামাক পাতা দিয়েই তৈরি হয়। ফলে সেটি প্রাকৃতিক বলে মনে করেন অনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বেশিরভাগ মানুষের ধারণা, মানুষের শরীরের জন্য সিগারেট বেশি ক্ষতিকারক। তুলনায় বিড়িতে কম তামাক থাকে। তার উপর তামাক পাতা দিয়েই তৈরি হয়। ফলে সেটি প্রাকৃতিক বলে মনে করেন অনেকে।
advertisement

সাধারণ মানুষের এমন ধারণা যে ঠিক নয় তা আবার প্রমাণিত হল। বেশিরভাগ মানুষের ভাবনার ঠিক উল্টো তথ্য দিলেন গবেষকরা। তাঁদের দাবি, একটি সিগারেটের তুলনায় আট গুণ বেশি ক্ষতিকারক একটি বিড়ি।

১৩ মার্চ ‘নো স্মোকিং ডে’। তার আগে প্রকাশ্যে গবেষণার রিপোর্ট। গবেষকরা জানাচ্ছেন, একটি বিড়ি একশো শতাংশ তামাক পাতায় তৈরি। সেই জন্য ক্ষতিও বেশি। ফলে বিড়িতে সুখটান দিতে অতিরিক্ত চাপ পড়ে ফুসফুসে।

advertisement

আরও পড়ুন- বিষাক্ত সাপের কামড়েও মরে না বেজি! কেন সাপ-নেউলের শত্রুতা! অবাক করা কারণ

উল্লেখ্য, আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের বেশিরভাগই বিড়ি পান করে থাকেন। দিল্লির বল্লভভাই প্যাটেল চেস্ট ইনস্টিটিউটের অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ বলেছেন, বিড়ি হোক বা সিগারেট, দুটিই প্রাণঘাতী। কিন্ত পুরোটাই তামাক পাতার হওয়ায় অনেক বেশি ধোঁয়া উৎপন্ন করে বিড়ি। তা শ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে টেনে নেন ধূমপায়ী। এর ফলেই ফুসফুসের ভয়ংকর ক্ষতি হয়।

advertisement

ডাক্তাররা বরাবর বলে এসেছেন, ধূমপান স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর। একইসঙ্গে অনেক রকম অসুখের জন্ম দেয় ধূমপানের অভ্যেস। তবে যাঁরা দীর্ঘদিন ধরে ধূমপান করছেন, তাঁদের পক্ষে হুট করে তা ছেড়ে দেওয়াও কঠিন কাজ। সেক্ষেত্রেও শরীরে বিভিন্ন পরিবর্তন হবে।

আরও পড়ুন- রাস্তার ধারে গাছের গায়ে সাদা রং করা হয় কেন জানেন? আসল কারণ জানলে চমকে যাবেন!

advertisement

একবার যদি সাহস করে ধূমপানের অভ্যেস ছাড়তে পারেন, তা হলে কিন্তু কিছুদিনের মধ্যেই শরীরে অনেক পরিবর্তন লক্ষ্য করবেন। আর সেই পরিবর্তন হবে ভালর দিকে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
সিগারেট নাকি বিড়ি, কোনটা বেশি প্রাণঘাতী? চাঞ্চল্যকর রিপোর্ট, না জানলে বিপদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল