বৈরাগড়ের বাসিন্দা ওই কনের নাম ভাবনা লালওয়ানি। তিনি উচ্চশিক্ষিত। কম্পিউটার নিয়ে ডিগ্রি অর্জনের পরে একটি বহুজাতিক সংস্থায় কর্মরত। জানা গিয়েছে, যখন বিয়ে ঠিক হয় তখনই ভাবনার দাবি ছিল, তিনি যদি বরের বাড়িতে যাওয়ার অনুমতি পান, তবেই বিয়ে করতে রাজি। নচেৎ নয়। মেয়ের দাবি মেনে নেন বাবা। পাত্রপক্ষের সঙ্গে আলোচনার পরে মেলে সম্মতি। তারপরেই এ দিন বিয়ে জিপসির বনেটে বসে নাচ-গান করতে করতে বরের বাড়িতে পৌঁছে যান। ভাবনা চেয়েছিলেন, এই প্রথা ভাঙার মধ্যে দিয়ে কিছুটা হলেও সমাজে সমতা বাড়ুক।
advertisement
আরও পড়ুন: ভীষণ রেগে দাদাকে বেজায় বকাবকি, চোখ পাকিয়ে কড়া শাসন ইউভানের, ভাইরাল ভিডিও...
এ দিন বৈরাগড় থেকে কনের বারাত পৌঁছয় বরের বাড়ি মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের স্যান্ট হৃদারামনগরে। সেই কয়েক কিলোমিটার রাস্তায় ভাবনার সঙ্গে নাচ জুড়ে দেন পথচারীদের অনেকেই। অনেকেই ঘটনা দেখে, তা ক্যামেরাবন্দি করে নেন। তারপরই তা ঝড়ের গতিতে ছড়িয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। ভাবনার এই কীর্তিতে খুশি নেটিজেনরা। অনেকেই তাঁর কাজের জন্য তাঁকে কুর্নিশ জানিয়েছেন।