হেলমেটের আড়ালে থাকা তরুণীর ছবি ট্যুইটারে পোস্ট করেন এক নেটিজেন৷ তার পর ভাইরাল হয়ে পড়ে দ্রুত৷ তাঁর মাল্টিটাস্কিং বা দশভুজা হয়ে একসঙ্গে একাধিক কাজ করার মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা৷
জানা গিয়েছে কর্নাটক আগরা আউটার রিং রোড দীর্ঘ যানজটের জন্য কুখ্যাত৷ তার উপর ঝড়ে রাস্তার উপর ইব্বালুর এলাকায় মিলিটারি গেটের কাছে সার্ভিস রোডে পড়ে যায় একটা বিশাল গাছ৷ ফলে তুঙ্গে ওঠে যানজটের সমস্যা৷ দীর্ঘ হতে থাকে নানা ধরনের গাড়ির লাইন৷
advertisement
সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সোচ্চার হয়েছেন এই যানজট নিয়েও৷ তার মাঝেই ভাইরাল কর্মনিবিষ্ট তরুণীর ছবি৷ যিনি যানজটের বিরক্তিকে দূরে সরিয়ে রেখে কাজে লাগিয়েছেন সময়কে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 17, 2023 4:07 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral: দীর্ঘ যানজটের মধ্যেই Rapido Bike-এ বসে এক মনে ল্যাপটপে কাজ তরুণীর, ভাইরাল ছবি