TRENDING:

ঘুম ভেঙেই তীব্র দুর্গন্ধ...! খালের জলটা এরকম টকটকে লাল হল কী করে? ভিডিও দেখলে শিউরে উঠবেন

Last Updated:

Trending Viral Video: সকালে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে এক তীব্র দুর্গন্ধ অনুভব করেন। উৎস খুঁজতে গিয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন—খালের জল রক্তের মতো লাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিশ্বজুড়ে কতই না চমকপ্রদ ঘটনা ঘটে! নিমেষে হতভম্ব করে দিয়ে যায় এক একটি পরিস্থিতি। এমনই এক রহস্যময় ঘটনা ঘটেছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের এক উপকণ্ঠে। কয়েকদিন আগে সকালে স্থানীয় বাসিন্দারা ঘুম থেকে উঠে এক তীব্র দুর্গন্ধ অনুভব করেন। উৎস খুঁজতে গিয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন—খালের জল রক্তের মতো লাল!
ঘুম ভেঙেই তীব্র দুর্গন্ধ...! খালের জলটা এরকম টকটকে লাল হল কী করে? ভিডিও দেখলে শিউরে উঠবেন
ঘুম ভেঙেই তীব্র দুর্গন্ধ...! খালের জলটা এরকম টকটকে লাল হল কী করে? ভিডিও দেখলে শিউরে উঠবেন
advertisement

আরও পড়ুন- লোভে পড়ে ‘বিপথে’ পা? প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেয়ের সঙ্গে যা ঘটল…কেউ কল্পনাও করতে পারবে না!

১৬তে বিয়ে, ১৭তে যমজ বাচ্চার মা এই অভিনেত্রী! ১৮তে বিবাহবিচ্ছেদ…! বাবা কে? জানে না এখনও সন্তানরা

মানুষজন চিন্তিত হয়ে পড়েন। তাঁরা বুঝতে পারছিলেন না আসলে কী ঘটেছে, তবে নিশ্চিত ছিলেন যে এটি কোনও স্বাভাবিক ঘটনা নয়। কারণ, এই খালের জল রিও দে লা প্লাটা মোহনায় গিয়ে মিশে, যা একটি সংরক্ষিত পরিবেশগত এলাকা।

advertisement

১৯৫, ২০৫ বা ৫৭৫ টাকার পেট্রোল কিনলে কি বেশি তেল পাবেন? বিজোড় সংখ্যায় প্রতারণা এড়ানো কি সত্যি সম্ভব? জানুন!

আরও পড়ুন- গরমকাল আসছে! এসি চালানোর আগে করুন এই ‘ছোট্ট কাজ’…! সারা বছর বিদ্যুতের বিল বাঁচবে, খারাপও হবে না এসি!

ঘটনার প্রকৃত কারণ তখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যমে ধারণা করা হয়, কোনও শিল্প প্রতিষ্ঠান অবৈধভাবে টেক্সটাইল রং বা রাসায়নিক বর্জ্য ফেলেছে। অনেক বাসিন্দার অভিযোগ, পাশের টেক্সটাইল ও চর্মশিল্প কারখানাগুলো নিয়মিতভাবে সারান্ডি খালে বর্জ্য ফেলে। ফলে এই ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

advertisement

পুরোপুরি লাল হয়ে যাওয়া খালের জল রিও দে লা প্লাটায় গিয়ে মিশেছে, যা আর্জেন্টিনা ও উরুগুয়ের মধ্যে ভাগ হয়ে রয়েছে। এএফপির তথ্য অনুযায়ী, সকালে দুর্গন্ধ অনুভব করার পর যখন বাসিন্দারা নদীর দিকে তাকান, তখন দেখেন জলের রং সম্পূর্ণ লাল। অনেকেই দুর্গন্ধ নিয়ে অভিযোগ জানান, তবে কেউই নিশ্চিত ছিলেন না যে কেন এমনটা ঘটল।

advertisement

একজন স্থানীয় বাসিন্দা জানান, এই নদীর জল কখনও নীল, কখনও সবুজ, কখনও গোলাপি, কখনও বেগুনি হয়। জলের ওপরে প্রায়ই তেলের স্তর দেখা যায়। কখনও এটি হলুদ হয়ে যায় এবং এতে এমন এক ধরনের অ্যাসিডের গন্ধ থাকে, যা মানুষের গলায় জ্বালাপোড়া সৃষ্টি করে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বর্তমানে আর্জেন্টিনার পরিবেশ মন্ত্রণালয় খালের জল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে। রিপোর্টে জানা গিয়েছে, জলে লাল রং মেশানো হয়েছে। তদন্ত চলছে, তবে এই ঘটনা জলদূষণের ভয়াবহতা ফের একবার সামনে নিয়ে এসেছে।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ঘুম ভেঙেই তীব্র দুর্গন্ধ...! খালের জলটা এরকম টকটকে লাল হল কী করে? ভিডিও দেখলে শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল