TRENDING:

একের পর এক মিথ্যা! প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর কথায় অসঙ্গতি কোথায়, দেখে নিন এক নজরে

Last Updated:

Anju Nasrullah Love Story: রাজস্থানি অঞ্জু আবার প্রেমের টানেই উল্টোপথে হেঁটে পৌঁছে গেলেন পাকিস্তান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ‘প্রেমের টানে’ পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার এবং তাঁর ভারতীয় প্রেমিক শচীন মীনাকে নিয়ে চলছিল জোরদার আলোচনা। এরই মধ্যে উঠে এল অঞ্জুর নাম। রাজস্থানি অঞ্জু আবার প্রেমের টানেই উল্টোপথে হেঁটে পৌঁছে গেলেন পাকিস্তান।
প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর কথায় অসঙ্গতি কোথায়, দেখে নিন এক নজরে
প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর কথায় অসঙ্গতি কোথায়, দেখে নিন এক নজরে
advertisement

আলওয়ারের অঞ্জু তাঁর প্রেমিক নাসরুল্লাহর জন্য সোজা পাড়ি দিলেন পাকিস্তানে। বলা হচ্ছে, এখন পাকিস্তানের ধীর এলাকায় রয়েছেন অঞ্জু। এদিকে তিনি তাঁর স্বামী ও মেয়েকে ভিডিও কলে আশ্বাস দিয়েছেন শীঘ্রই দেশে ফিরে আসার।

অঞ্জুর বক্তব্যেও রয়েছে অসঙ্গতি। জেনে নেওয়া যাক কী কী অসঙ্গতি রয়েছে অঞ্জুর বক্তব্যে।

আরও পড়ুন– ঘুমন্ত ফুটপাতবাসীর মুখের উপর সটান উঠে এল গাড়ির চাকা! তার পরে? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন নেটিজেনরা!

advertisement

প্রথমত, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় অঞ্জু বলেছিলেন, ‘আমি জয়পুর যাচ্ছি এক বন্ধুর সঙ্গে দেখা করতে।’ মনে করা হচ্ছে গত ২০ জুলাই নিজের বাড়ি ছেড়েছিলেন অঞ্জু। স্বামী অরবিন্দকে তিনি জানিয়ে যান, জয়পুর যাওয়ার কথা।

অরবিন্দের দাবি, কেন জয়পুর যাচ্ছেন জিজ্ঞেস করায় অঞ্জু বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা করতে।’ আসলে সেদিন অঞ্জু গিয়েছিলেন দিল্লি।

advertisement

দ্বিতীয়ত, পরে স্বামীকে ভিডিও কল করে অঞ্জু বলেন, ‘আমি লাহোরে এসেছি।’

রাজস্থান থেকে পাকিস্তানে কীভাবে পৌঁছেছিলেন অঞ্জু তা জানা যায়নি। অরবিন্দের দাবি, সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পৌঁছেছেন এক ভারতীয় নারী। পরে বুঝতে পারেন সেই নারী তাঁর স্ত্রী অঞ্জু। অরবিন্দের দাবি, এরপরই তিনি অঞ্জুকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। তখন অঞ্জু জানান, তিনি লাহোরে তাঁর এক বন্ধুর কাছে এসেছেন।

advertisement

ঘটনা হল গত ২২ জুলাই পাকিস্তানের বাসিন্দা নাসরুল্লাহই অঞ্জুকে নিয়ে পাখতুনখোয়ার ধীর এলাকায় নিজের বাড়িতে পৌঁছন।

তৃতীয়ত, অরবিন্দের দাবি, তাঁর স্ত্রী তাঁকে জানিয়েছেন, তিনি কোনও ভাবেই বিয়ে করছেন না। গত রবিবার হোয়াটসঅ্যাপে কথা বলার সময়ই অরবিন্দ তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি পাকিস্তানে বিয়ে করছো?’ অঞ্জু জবাবে জানান, এমন কোনও পরিকল্পনা নেই।

advertisement

আরও পড়ুন– স্বামীর ভাইপোর সঙ্গে পরকীয়ায় জড়ালেন কাকিমা ! এর পরেই হল ভয়ঙ্কর পরিণতি…

চতুর্থত, স্বামীকে বিয়ে করার পরিকল্পনা নেই জানালেও, অঞ্জু, পাকিস্তানে বলেছেন আমরা বিয়ে করব। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অঞ্জু পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি নাসরুল্লাহর সঙ্গে প্রেম করছেন এবং বিয়ে করতে চান। অ়ঞ্জু জানান, ফেসবুকে নাসরুল্লাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তারপর প্রেম। সেই কারণেই দেশ ছেড়ে পাকিস্তানে আসার সিদ্ধান্ত।

পঞ্চমত, পাকিস্তানের স্থানীয় পুলিশকে নাকি অঞ্জু জানিয়েছেন যে ইতিমধ্যেই তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই তিনি এখন নাসরুল্লাহকে বিয়ে করতে চান। সেই কারণেই পাকিস্তানে এসেছেন, বৈধ ভিসা নিয়ে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও ভিসায় ভুল তথ্য রয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানে যাওয়ার জন্য যে ভিসার আবেদন করেছিলেন, অঞ্জু সেখানে সফরের কারণ হিসেবে বিবাহের কথাই উল্লেখ উল্লেখ করেছিলেন। যদিও নিজের পেশা হিসেবে হোটেল ম্যানেজার লিখেছেন।

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
একের পর এক মিথ্যা! প্রেমের টানে পাকিস্তানে যাওয়া অঞ্জুর কথায় অসঙ্গতি কোথায়, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল