আলওয়ারের অঞ্জু তাঁর প্রেমিক নাসরুল্লাহর জন্য সোজা পাড়ি দিলেন পাকিস্তানে। বলা হচ্ছে, এখন পাকিস্তানের ধীর এলাকায় রয়েছেন অঞ্জু। এদিকে তিনি তাঁর স্বামী ও মেয়েকে ভিডিও কলে আশ্বাস দিয়েছেন শীঘ্রই দেশে ফিরে আসার।
অঞ্জুর বক্তব্যেও রয়েছে অসঙ্গতি। জেনে নেওয়া যাক কী কী অসঙ্গতি রয়েছে অঞ্জুর বক্তব্যে।
advertisement
প্রথমত, বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় অঞ্জু বলেছিলেন, ‘আমি জয়পুর যাচ্ছি এক বন্ধুর সঙ্গে দেখা করতে।’ মনে করা হচ্ছে গত ২০ জুলাই নিজের বাড়ি ছেড়েছিলেন অঞ্জু। স্বামী অরবিন্দকে তিনি জানিয়ে যান, জয়পুর যাওয়ার কথা।
অরবিন্দের দাবি, কেন জয়পুর যাচ্ছেন জিজ্ঞেস করায় অঞ্জু বলেন, ‘বন্ধুর সঙ্গে দেখা করতে।’ আসলে সেদিন অঞ্জু গিয়েছিলেন দিল্লি।
দ্বিতীয়ত, পরে স্বামীকে ভিডিও কল করে অঞ্জু বলেন, ‘আমি লাহোরে এসেছি।’
রাজস্থান থেকে পাকিস্তানে কীভাবে পৌঁছেছিলেন অঞ্জু তা জানা যায়নি। অরবিন্দের দাবি, সংবাদমাধ্যমে তিনি জানতে পারেন প্রেমিকের সঙ্গে দেখা করতে পাকিস্তানে পৌঁছেছেন এক ভারতীয় নারী। পরে বুঝতে পারেন সেই নারী তাঁর স্ত্রী অঞ্জু। অরবিন্দের দাবি, এরপরই তিনি অঞ্জুকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। তখন অঞ্জু জানান, তিনি লাহোরে তাঁর এক বন্ধুর কাছে এসেছেন।
ঘটনা হল গত ২২ জুলাই পাকিস্তানের বাসিন্দা নাসরুল্লাহই অঞ্জুকে নিয়ে পাখতুনখোয়ার ধীর এলাকায় নিজের বাড়িতে পৌঁছন।
তৃতীয়ত, অরবিন্দের দাবি, তাঁর স্ত্রী তাঁকে জানিয়েছেন, তিনি কোনও ভাবেই বিয়ে করছেন না। গত রবিবার হোয়াটসঅ্যাপে কথা বলার সময়ই অরবিন্দ তাঁকে জিজ্ঞাসা করেন, ‘তুমি কি পাকিস্তানে বিয়ে করছো?’ অঞ্জু জবাবে জানান, এমন কোনও পরিকল্পনা নেই।
আরও পড়ুন– স্বামীর ভাইপোর সঙ্গে পরকীয়ায় জড়ালেন কাকিমা ! এর পরেই হল ভয়ঙ্কর পরিণতি…
চতুর্থত, স্বামীকে বিয়ে করার পরিকল্পনা নেই জানালেও, অঞ্জু, পাকিস্তানে বলেছেন আমরা বিয়ে করব। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অঞ্জু পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, তিনি নাসরুল্লাহর সঙ্গে প্রেম করছেন এবং বিয়ে করতে চান। অ়ঞ্জু জানান, ফেসবুকে নাসরুল্লাহর সঙ্গে তাঁর বন্ধুত্ব ছিল। তারপর প্রেম। সেই কারণেই দেশ ছেড়ে পাকিস্তানে আসার সিদ্ধান্ত।
পঞ্চমত, পাকিস্তানের স্থানীয় পুলিশকে নাকি অঞ্জু জানিয়েছেন যে ইতিমধ্যেই তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে। তাই তিনি এখন নাসরুল্লাহকে বিয়ে করতে চান। সেই কারণেই পাকিস্তানে এসেছেন, বৈধ ভিসা নিয়ে।
যদিও ভিসায় ভুল তথ্য রয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানে যাওয়ার জন্য যে ভিসার আবেদন করেছিলেন, অঞ্জু সেখানে সফরের কারণ হিসেবে বিবাহের কথাই উল্লেখ উল্লেখ করেছিলেন। যদিও নিজের পেশা হিসেবে হোটেল ম্যানেজার লিখেছেন।