এক্সে এই ভিডিওটি দেখা গিয়েছে সেখানে দেখা গিয়েছে সমুদ্রের মাঝে পড়ে রীতিমত টালমাটাল অবস্থা একটি জাহাজের। এক মিনিট ১২ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা গিয়েছে ঝড়ের বুকে দাঁড়িয়েও বীরদর্পে দাঁড়িয়ে আছে জাহাজটি।
আরও পড়ুন: কোমা থেকে স্বর্গে চলে গেলেন চিকিৎসক! ফিরে এসে জানালেন অবাক করা কাহিনি!
advertisement
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, ওই জাহাজটি একের পর ঢেউ কাটিয়ে এগিয়ে চলছে নিজের গন্তব্যের দিকে। ঢেউয়ের তোড়ে জাহাজটি একদিকে প্রায় হেলে পড়েছে। কিন্তু, তা সত্ত্বেও ঝড়ের সামনে মাথা নত না করেই এগিয়ে চলেছেন ওই জাহাজের নাবিক। আবার পরের একটি ভিডিওতে দেখা যাচ্ছে জাহাজটির সামনে একটি অতিকায় ঢেউ এগিয়ে আসছে কিন্তু, সব বাধা ভেদ করেই এগিয়ে চলেছে জাহাজটি। অসাধারণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করে তা এক্স হ্যান্ডলে পোস্ট করা মাত্রই রীতিমত ভাইরাল হয়েছে এই ক্লিপটি।
আরও পড়ুন: ধর্ষকের হাত থেকে নাবালিকাকে রক্ষা করল বাঁদর সেনা! অবাক কাণ্ড উত্তরপ্রদেশে
আর তা দেখেই রীতিমত আপ্লুত নেটিজেনরা, এক নেটিজেন মন্তব্য করেছেন, “এইভাবেই হাজার বছর আগে আমরা প্রথম ভেসে বেরিয়ে পড়েছিলাম এবং এইসব ঢেউ জয় করে বেরিয়ে এসেছিলাম।” আবার আরও এক নেটাগরিক মন্তব্য করেন, “প্রকৃতি সত্যিই অনবদ্য! কিন্তু, এই ভয়ঙ্কর সুন্দর প্রকৃতির সামুদ্রিক ঢেউ সামলাতে অনবদ্য দক্ষতার প্রয়োজন হয়।”
ইতিমধ্যেই এই ভিডিও ক্লিপটি ৪৭ হাজারবার দেখা হয়ে গিয়েছে, ভিউজ এসেছে সাড়ে পাঁচ লক্ষেরও বেশি।