TRENDING:

Mumbai Man's Dramatic Raincoat Toss: বান্ধবীর দিকে রেনকোট ছুঁড়লেন যুবক, ব্যাহত মুম্বইয়ের রেল পরিষেবা! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:

Mumbai Man's Dramatic Raincoat Toss: প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক অন্য প্ল্যাটফর্মে তাঁরই এক মহিলা বন্ধুকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটি রেইনকোট ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু সেই রেনকোট বান্ধবীর হাতে না গিয়ে শেষে জড়িয়ে গিয়েছিল ওভারহেড বৈদ্যুতিক তারে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মুম্বইয়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে গোটা জনজীবন। সমগ্র রাস্তাঘাট জলে ভরে গেছে। এর প্রভাব পড়েছে রেল পরিষেবাতেও৷ বেশ কিছু ট্রেন সময়ের থেকে অনেকটাই দেরিতে চলছে। কিন্তু বৃষ্টিতে রেল স্টেশনে এক অদ্ভুত ঘটনা ঘটেছে৷ ঘটনাটি ঘটে চার্চগেট রেলওয়ে স্টেশনে৷
ওভারকোট ছোঁড়ার ঘটনায় ব্যাহত রেল পরিষেবা
ওভারকোট ছোঁড়ার ঘটনায় ব্যাহত রেল পরিষেবা
advertisement

প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক যুবক অন্য প্ল্যাটফর্মে তাঁরই এক মহিলা বন্ধুকে বৃষ্টি থেকে রক্ষা করার জন্য একটি রেইনকোট ছুঁড়ে দিয়েছিলেন। কিন্তু সেই রেনকোট বান্ধবীর হাতে না গিয়ে শেষে জড়িয়ে গিয়েছিল ওভারহেড বৈদ্যুতিক তারে৷

আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে যাত্রা করছিলেন ব্যক্তি, টিটি ধরতেই কী বললেন ? জানলে চমকে উঠবেন!

এই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন জুড়ে বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ ওভারহেডে রেনকোটে জড়িয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করতে বাধ্য হতে হয়। রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে দ্রুত রেনকোটটি সরিয়ে ফেলার জন্য ক্ষতিগ্রস্ত লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷

advertisement

এই ঘটনায় ফলে প্রায় ২৫ মিনিট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। স্টেশন চত্বর জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়৷ পরিস্থিতি সামাল দিতে স্টেশনের চারিদিকে পুলিশে-পুলিশে ছয়লাপ হয়ে যায়। রেলওয়ে পুলিশ সেই যুবকটিকে হেফাজতে নেয়।

আরও পড়ুন: বাংলাকে বঞ্চনা, ভোটের ময়দানে জবাব! কেন্দ্রীয় বাজেটের তীব্র সমালোচনা মমতার

স্টেশন চত্বর থেকেই কেউ এই ঘটনার ভিডিও ফোনবন্দি করে সমাজমাধ্যমে ছেড়ে দেয়৷ মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমবার শহরে ভারী বৃষ্টিপাতের ফলে ট্রেন পরিষেবার ব্যাঘাত ঘটে। বৃষ্টির কারণে অফিস যাওয়ার সময় ‘কল্যাণ’ ও ‘ঠাকুরলি’ স্টেশনের মধ্যে লোকাল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। যদিও পশ্চিম রেলওয়ের মতে, সোমবার সকাল থেকেই লোকাল ট্রেন চলাচল স্বাভাবিকভাবে হতে শুরু করেছিল৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Mumbai Man's Dramatic Raincoat Toss: বান্ধবীর দিকে রেনকোট ছুঁড়লেন যুবক, ব্যাহত মুম্বইয়ের রেল পরিষেবা! কারণ জানলে চমকে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল