আগ্রা: তাজমহলকে যদি সঠিক অর্থে ব্যাখ্যা করতেই হয়, তবে অস্বীকার করা চলে না যে এই সৌধ একই সঙ্গে দায়িত্ববোধ, ভালবাসা এবং প্রতিশ্রুতিবদ্ধতার প্রতীক। এই তিন গুণে সমণ্বিত হয়েই কিন্তু দিন-রাত এক করে নিজেদের কর্তব্য পালন করে যান গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ, সংক্ষেপে জিআরপি-র সদস্যরা। বাংলাদেশের এক পর্যটক দম্পতির তাজমহল ভ্রমণের সূত্রে তা আবার নতুন করে প্রমাণিত হল।
advertisement
জানা গিয়েছে যে বাংলাদেশ থেকে মুঘল সম্রাট শাহজাহান এবং তাঁর প্রিয়তমা পত্নী মুমতাজ মহলের অমর প্রেমের সাক্ষী তাজমহল দেখার জন্য ভারতে এসেছিলেন এক দম্পতি। স্বামী মহম্মদ নূর মহসিন বাংলাদেশ সরকারের অধীনে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেন। অন্য দিকে, স্ত্রী সুরাইয়া ইয়াসমিন বাংলাদেশ সরকারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পদে কাজ করছেন।
ঘটনা ২৬ জানুয়ারি, ২০২৫ তারিখের। সুরাইয়া ইয়াসমিন এবং মহম্মদ নূর মহসিন ওই তারিখে এসে পৌঁছেছিলেন আগ্রায়। আচমকাই তাঁরা আবিষ্কার করেন যে তাঁদের পার্স হারিয়ে গিয়েছে। ওই দম্পতির বক্তব্য এই যে অন্যমনস্ক হয়ে সেই পার্স তাঁরা হারিয়ে ফেলেছেন আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে। বুঝে নিতে অসুবিধে নেই যে এটা তাজ মহলের উদ্দেশ্যে রওনা দেওয়ার ঠিক আগের ঘটনা। পৃথিবীর আশ্চর্য বিষয়সমূহের অন্যতম এই সমাধি সৌধ, তা দেখার উত্তেজনা কার না থাকবে! বিশেষ করে যখন তার টানে সীমান্ত পেরিয়ে আসেন পর্যটকেরা।
নিজেদের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গেই আর এক মুহূর্তও দেরি করেননি সুরাইয়া ইয়াসমিন এবং মহম্মদ নূর মহসিন। যত দ্রুত সম্ভব, তাঁরা যোগাযোগ করেন জিআরপি-র সঙ্গে। নিজেদের পরিচয় দেন এবং পার্স হারানোর ঘটনার কথা উল্লেখ করেন। বলতে ভোলেন না যে সেই পার্স তাঁরা আগ্রা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে হারিয়েছেন।
দম্পতির পরিচয় পেয়ে এবং ওই পার্সে থাকা জিনিসপত্রের গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে অনুসন্ধানে সক্রিয় হয়ে ওঠেন জিআরপি-র সদস্যরা। একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, জিজ্ঞাসাবাদ করা হয় স্টেশনের লোকজনদের। অবশেষে এক ঘণ্টার মধ্যেই সুরাইয়া ইয়াসমিন এবং মহম্মদ নূর মহসিনের সেই হারিয়ে যাওয়া পার্স এক কিশোরের কাছ থেকে উদ্ধার হয়। সে ওই পার্সের মালিকদের খুঁজছিল তা ফেরত দেওয়ার জন্য।
পার্সে পাসপোর্ট এবং আরও গুরুত্বপূর্ণ নথির সঙ্গে বেশ কয়েক হাজার টাকা ছিল বলে জানা গিয়েছে। তা ফেরত পেয়ে সঙ্গত কারণেই উত্তর প্রদেশ সরকার এবং আগ্রা জিআরপি-র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দম্পতি।