সম্প্রতি IAS MV রাও নিজের ট্যুইটার (Twitter) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন। দেখা যায় এক মহিলা প্যারাগ্লাইডিং করছেন। স্বাভাবিকভাবে প্যারাগ্লাইডিংয়ের ভিডিও মনে হলেও, শুরুতেই ভিডিও দেখে মনে হচ্ছে মহিলাটি অসুস্থ হয়ে পড়েছেন।
আরও পড়ুন -উত্তর প্রদেশ নির্বাচনেও বড় ভূমিকা নেবেন মমতা? আজ কালীঘাটে যাচ্ছেন অখিলেশের দূত
advertisement
স্বভাবত, যে সকল ভিডিও প্যারাগ্লাইডিংয়ের দেখা যায়, তার থেকে এটা একটু আলাদা। আদতে প্যারাগ্লাইডিংয়ের অভিজ্ঞতা নেওয়ার জন্য মহিলা এই রাইডে ওঠেন কিন্তু তার পরই যত উঁচুতে উঠতে থাকেন ততই ভয় পেতে শুরু করেন। হাইট ফোবিয়া ছিল কি না তা জানা যায়নি, তবে বার বার বলতে শোনা যায়, 'ল্যান্ড করা দে' মানে 'আমাকে নামিয়ে দিন'। মহিলা ক্যামেরা হাতে ধরে থাকলেও আরেকটি হাত একদম ছেড়ে দেন এবং বলতে থাকেন 'আমার খুব ভয় লাগছে'।
Paragliding is Amazing, isn't it ? pic.twitter.com/Y6pKUx35sa
— Dr. M V Rao, IAS (@mvraoforindia) January 15, 2022
তাঁর সঙ্গে থাকা ব্যক্তি তাঁকে সহস জোগানোর চেষ্টা করলেও তিনি বার বার বলেন, 'আমি নিচের দিকে তাকাতে পারছি না, আমার খুব ভয় লাগছে। আমি নিচের দিকে তাকাতে পারব না'। ব্যক্তি বোঝাতে থাকেন, নিচের দিকে না তাকিয়ে সামনের দৃশ্য উপভোগ করতে। কিন্তু কয়েক সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, কথা বলতে বলতেই তিনি বলেন, 'আমি আর ক্যামেরা ধরে রাখতে পারছি না। আমার ভয় লাগছে'। ব্যক্তি শেষে তাঁকে বলেন, 'ম্যাম ভিডিও রেকর্ড হচ্ছে কিন্তু, আপনি ভাইরাল হয়ে যাবেন'। কথা শুনে যেন মহিলার মুখে খানিক হাসি দেখা যায় কিন্তু তিনি ভয়ে ভয়েই উত্তর দিতে থাকেন।
আরও পড়ুন: মমতার পথ অনুসরণ করে মোদিকে চিঠি দিলেন স্ট্যালিন
গোটা ভিডিওটি পোস্টের সঙ্গে সঙ্গেই রীতিমতো ভাইরাল হয়। IAS MV রাও ক্যাপশনে লেখেন, প্যারাগ্লাইডিং অ্যামাজিং, তাই না? আর নিচে বহু মানুষ মন্তব্য করতে থাকেন। অনেকেই তাঁদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। অনেকেই আবার হেসে লুটিয়ে পড়েন ভিডিওটি দেখে। ভিডিওটি প্রায় ২০০০ ভিউ পেরিয়ে যায়।