TRENDING:

Farmer Earns Rs 95 Lakh: ফল চাষ করে লাভ ৯৫ লাখ টাকা, জেনে নিন কোন ফল চাষ করে হতে পারেন লাখপতি?

Last Updated:

এই গ্রাম বেশ কয়েকদিন ধরেই, খরাগ্রস্ত ছিল৷ সেখানে এই ধরনের লাভে আশার আলোর দেখছেন গ্রামের অনান্য কৃষকেরাও৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: এলেন, দেখলেন, জিতে নিলেন৷ ব্যাপারটা ঠিক তেমনই৷ ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর এক কৃষকের সঙ্গে৷ ফল চাষ করে প্রায় ৯৫ লাখ টাকা আয় করলেন তিনি৷
প্রতি কেজিতে এই ফল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে
প্রতি কেজিতে এই ফল ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে
advertisement

জেলার নাম কর্ণাটকের চিকমাগালু৷ চাষ করবেন বলে ৪৫ বছর বয়সের রমেশ প্রায় কুড়ি লাখ টাকা খরচ করেছিলেন৷ ৪ একর জমিতে বেদানা চাষের করলেন৷ তারপর বিক্রি করে ফেললেন সেই ফসল, আর তাতেই জ্যাকপট৷

রমেশ অনেক দিন ধরেই কৃষিকাজের সঙ্গে যুক্ত৷ কিন্তু বেদানা চাষ শুএই প্রথম ৷ রমেশ বেঙ্গালুরুর কাদুর তালুকের হুল্লোরি গ্রামে প্রায় ৪ একর জমিতে ২৪,০০০ ডালিমের চারা রোপণ করেছিলেন৷ ফলনও খুব ভাল হয়৷ বিক্রি করার পর তিনি  দেখলেন তাঁর লাভের আয় ৯৫ লাখ টাকা ৷

advertisement

বেঙ্গালুরুর পাশাপাশি মহারাষ্ট্র, চেন্নাই প্রভৃতি রাজ্যেও বিক্রি হচ্ছে এই বেদানা৷ কেবল রাজ্য নয় ভিন দেশেও রপ্তানি করা হচ্ছে এই ফসল৷ প্রতি কেজিতে ১৬০ টাকা দরে এই বেদানা দেশের বাইরে রপ্তানি করা হত৷

এই গ্রাম বেশ কয়েকদিন ধরেই, খরাগ্রস্ত ছিল৷ সেখানে এই ধরনের লাভে আশার আলোর দেখছেন গ্রামের অনান্য কৃষকেরাও৷

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Farmer Earns Rs 95 Lakh: ফল চাষ করে লাভ ৯৫ লাখ টাকা, জেনে নিন কোন ফল চাষ করে হতে পারেন লাখপতি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল