২০০৪ সালের ২৬ ডিসেম্বর। ভারত মহাসাগরে যে সুনামি আঘাত হানে তা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। ওই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় শ্রীলঙ্কায় এমন এক দৃশ্য তৈরি করে যা মানুষের মনে বহু শতাব্দী ধরে থাকবে।
আরও পড়ুন- ২৪ ঘণ্টায় আর দিন নয়! এবার এক দিন হবে ২৫ ঘণ্টায়! পৃথিবীতে ঘটছে বড় পরিবর্তন
advertisement
সুনামির বিশাল ঢেউ শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চলকে ধ্বংস করে দেয়। ওই সময় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। দ্য কুইন অফ দ্য সি নামে একটি যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে। ওশান কুইন এক্সপ্রেস নামেও পরিচিত ছিল সেই ট্রেন।
ওই ট্রেনে থাকা প্রায় ১৭০০ যাত্রী প্রাণ হারান। সুনামির বিশাল ঢেউ এতটাই শক্তিশালী ছিল যে পুরো ট্রেনটি সাগরে ভেসে যায়। তেলওয়াট্টার কাছে পেরালিয়ায় অবস্থিত দক্ষিণ-পশ্চিম উপকূল রেল লাইনে ওই দুর্ঘটনা ঘটে। ট্রেনের আটটি বগি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
আরও পড়ুন- পৃথিবীর একমাত্র শহর, প্রতিদিন ৫২ সেকেন্ডের জন্য ‘থেমে’ যায়! রয়েছে ভারতেই!
তেলওয়াট্টা সম্প্রদায়ের লক্ষাধিক মানুষ সুনামির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়। তাদের বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।