TRENDING:

শুধু নিমপাতা খেয়ে ৩২ বছরের তপস্যা, ১০৬ বছরেও 'দেদার দৌড়'! কে এই পাতাইয়া বাবা? পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?

Last Updated:

তিনি জানান, চিত্রকূটের ঘন জঙ্গলে ৩২ বছর ধরে তপস্যা করেছিলেন তিনি। এই বন প্রায় ২ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। সেই সময় ব্রিটিশরা রাজত্ব করত। তপস্যা চলাকালীন তিনি কেবল নিম পাতা এবং ঘাস খেয়ে জীবনযাপন করতেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ছাপরা: কথায় বলে, বিশ্বাসে মিলায়ে বস্তু… কখনও শুনেছেন, কেউ ৩২ বছর ধরে কেবল নিম পাতা খেয়ে বনে তপস্যা করছেন, কিংবা ১০৬ বছর বয়সেও দৌড়ে বেড়াচ্ছেন? এই গল্পটি কোনও বইয়ের নয়, এটা ছাপরার পাতাইয়া বাবার গল্প। পাতাইয়া বাবা আজও লাঠি ছাড়াই ৩-৪ কিলোমিটার হাঁটেন। শুধু তাই নয়, তাঁকে দৌড়াতেও দেখা যায়। মুখ উজ্জ্বল এবং তাঁর শরীর একেবারে সুস্থ, ফিট। এই কারণেই মানুষ তাঁকে অলৌকিক বলে মনে করে।
শুধু নিমপাতা খেয়ে ৩২ বছরের তপস্যা, ১০৬ বছরেও 'দেদার দৌড়'! কে এই পাতাইয়া বাবা? পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?
শুধু নিমপাতা খেয়ে ৩২ বছরের তপস্যা, ১০৬ বছরেও 'দেদার দৌড়'! কে এই পাতাইয়া বাবা? পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?
advertisement

তিনি জানান, চিত্রকূটের ঘন জঙ্গলে ৩২ বছর ধরে তপস্যা করেছিলেন তিনি। এই বন প্রায় ২ লক্ষ বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। সেই সময় ব্রিটিশরা রাজত্ব করত। তপস্যা চলাকালীন তিনি কেবল নিম পাতা এবং ঘাস খেয়ে জীবনযাপন করতেন। সেই সময় দেবরাহওয়া বাবা, ত্রিদণ্ডী স্বামী, খাপাদিয়া বাবা এবং মুখরাম বাবার মতো সাধুরাও তাঁর সঙ্গে তপস্যা করছিলেন। এখনও পর্যন্ত ১০০০ টিরও বেশি যজ্ঞ পরিচালনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে বসবাস করেছেন এবং মন্দির নির্মাণ করেছেন। দেশভাগের আগে তিনি পাকিস্তানের করাচিতে থাকতেন। ভারত এবং অনেক দেশে পায়ে হেঁটে ভ্রমণ করেছেন তিনি। ভ্রমণ এবং যোগব্যায়াম তাঁর দৈনন্দিন রুটিনের অংশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১০৬ বছর বয়সেও তাঁর স্বাস্থ্য দেখে অবাক হতে হয়। তিনি বলেন, ‘আমি সকালে ঈশ্বরের সাধনা করি, তারপর হালকা যোগব্যায়াম এবং হাঁটা আমার অভ্যাস। আমি কেবল ফল এবং হালকা খাবার খাই। সম্ভবত এটিই আমার দীর্ঘ জীবন এবং সুস্বাস্থ্যের রহস্য।’ তিনি পরামর্শ দেন, ‘ভারী খাবার এড়িয়ে চলুন, প্রতিদিন যোগব্যায়াম এবং হালকা ব্যায়াম করুন। তবেই শরীর ও মন সুস্থ থাকবে।’

advertisement

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
শুধু নিমপাতা খেয়ে ৩২ বছরের তপস্যা, ১০৬ বছরেও 'দেদার দৌড়'! কে এই পাতাইয়া বাবা? পাকিস্তানের সঙ্গে কী সম্পর্ক?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল