মুম্বইয়ের এক ১০ বছরের ছেলে নিজের পকেটমানি জমিয়ে মায়ের জন্মদিনে উপহার কিনে দিয়েছে। সেই মুহূর্তের ভিডিও দেখে আবেগে ভেসেছেন নেটিজেনরা। ছেলেটির নাম অলড্রিল (Aldril)।
ছেলের মিষ্টি জন্মদিনের চমক
ভিডিওর শুরুতে দেখা যায়, ছোট্ট অলড্রিল স্কুলব্যাগ থেকে একটা ছোট উপহারের প্যাকেট বের করছে। পাশে দাঁড়িয়ে তার ছোট ভাই, কৌতূহলে তাকিয়ে। মা, ক্যামেরার ওপারে, সেই মুহূর্ত ভিডিও করছেন। লজ্জিত হাসি আর উত্তেজনা মিশিয়ে অলড্রিল মায়ের হাতে তুলে দেয় উপহারটি।
advertisement
তারপর দেখা যায় উপহারের মোড়কের উপর লেখা— “Best Wishes from your naughty son”— অর্থাৎ, “তোমার দুষ্টু ছেলে থেকে শুভেচ্ছা।”
মোড়ক খুলে দেখা যায়, ভিতরে একটি সুন্দর সোনালি রঙের ঘড়ি, যত্নে প্যাক করা। টেক্সটে লেখা— “When your 10-year-old surprises you with a birthday gift from his pocket money.” অর্থাৎ, “যখন তোমার ১০ বছরের ছেলে নিজের পকেটমানি দিয়ে তোমাকে জন্মদিনে উপহার দেয়।”
মূল্য নয়, সেই ভালোবাসা আর চিন্তার গভীরতাই ছুঁয়ে গেছে মানুষের হৃদয়।
ইন্টারনেটও মুগ্ধ ছেলের উপহারে
ভিডিওর ক্যাপশন আরও আবেগঘন করে তুলেছে মুহূর্তটিকে—
“যে মুহূর্তে তুমি জন্মালে, তুমি আমার হৃদয় চুরি করলে। তুমি আমার হৃদয়, আমার প্রাণ, আমার সবকিছু। তোমাকে বড় হতে দেখা আমার জীবনের গর্ব। যতই বড় হও না কেন, তুমি সবসময়ই থাকবে আমার ছোট্ট ছেলে।”
১১ সেপ্টেম্বর পোস্ট করা ওই ভিডিও ইতিমধ্যেই ৩ লক্ষেরও বেশি ভিউ পেয়েছে। কমেন্ট বন্যায় ভেসে গিয়েছে পোস্টটি।একজন ব্যবহারকারী লিখেছেন, “হ্যান্ডরাইটিং দারুণ, আর ঘড়ির রুচিটাও দেখ! কী সুন্দর পছন্দ করেছে তোমার ছেলে।”
