TRENDING:

থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা

Last Updated:

থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: থিমের পুজোয় পাঠ শেষ করবেন গভর্মেন্ট আর্ট কলেজের তিন পড়ুয়া। ইন্টার্নশিপ সারবেন ঠাকুরপুকুরের এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসবের কারখানা ঘরে। সে ঘরে এখন সেরামিকে নক্সা তোলার ব্যস্ততা। আসছে পুজোয় এই টালিতেই সাজবে দশভূজার মণ্ডপ।
advertisement

থিমের পুজোয় কদর বেড়েছে নামী অনামী শিল্পীদের। তাঁদের বিষয় ভাবনাতেই বদলেছে দুর্গাপুজোর সাবেক আটপৌঢ়ে ধাঁচ। আজকের দুর্গাপুজো মানেই জমজমাট থিমের লড়াই। এবার সেই লড়াইয়ের ময়দানেই হাতেখড়ি হবে তিন তরুণ শিল্পীর। তিনজনই গভর্মেন্ট আর্ট কলেজের ফাইনাল ইয়ারের পড়ুয়া।

বিষয় সেরামিক। পুজো মণ্ডপ সাজাতে এবার সেরামিকেই ভরসা রাখছে ঠাকুরপুকুরের এসবি পার্ক সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মণ্ডপসজ্জার দায়িত্বে শিল্পী পার্থ দাশগুপ্ত। সেই কাজেই তাঁকে সহযোগিতা করবেন সৌভিক দাস, ওয়াঙ্কা ভট্টাচার্য, নিপা মজুমদার।

advertisement

আরও পড়ুন 

তৃতীয় শ্রেণীর ছাত্রীকে স্কুলের শৌচাগারে নিয়ে গিয়ে ধর্ষণ শিক্ষকের

এতদিন আর্ট কলেজ থেকে পাশ করা শিল্পীদেরই রমরমা ছিল থিমপুজোর বাজারে। কর্পোরেট কায়দায় ইন্টার্নশিপ? ভাবাই যায়নি। তরুণ শিল্পীদের কাজের সুযোগ দিতেই এই উদ্যোগ। জানালেন পুজো কমিটির সদস্যরা। এমন একটা লার্জ স্কেল প্র্যাকটিক্যাল প্র্যাকটিস তরুণ শিল্পীদের ভবিষ্যতের ভিত পোক্ত করবে, আশা শিল্পী পার্থ দাশগুপ্তর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আর্ট কলেজের দু-তিন বছরের বিভিন্ন কোর্সে মাসখানেকের ইন্টার্নশিপ করতে হয় হয় পড়ুয়াদের। এবার দুর্গাপুজোর প্রস্তুতি পর্বে সেই ইন্টার্নশিপই করবেন সৌভিক, ওয়াঙ্কারা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
থিমের দুর্গাপুজোয় এবার মিলছে ইন্টার্নশিপের সুযোগ, হাতে কলেমে কাজ শিখতে পারবেন নতুন শিল্পীরা