পরিবারের সদস্যরা যখন এই ভয়াবহ ঘটনার খবর পান, তখন লিখিত অভিযোগ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামাতো দিদি টাকার লালসায় তরুণীকে সীমান্তের এক হোটেলে নিয়ে যেতে গিয়ে ফাঁদে ফেলেছিলেন। শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে তরুণীকে তড়িঘড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
যৌ*না*ঙ্গের লোম পরিষ্কার করা কি একান্ত জরুরি? ৯০ শতাংশ মানুষই ভুল করছেন ! শুনে নিন চিকিৎসকের বক্তব্য
নির্জন বাড়ির মধ্যে রাখা বিলাসবহুল গাড়ি! খুলতেই সর্বনাশ… বেরিয়ে পড়ল ১৪০০ টি ভয়ঙ্কর জিনিস!
রাফাল, F-৩৫, সুখোই সব ফেল! এখন দুনিয়া কাঁপাচ্ছে চিনের ‘অদৃশ্য বুলেট’! ব্রহ্মোসও এর কাছে শিশু!
জানা গিয়েছে, টাকার লালসায় পড়ে মামাতো বোন সীমান্তের এক হোটেলে নিয়ে গিয়ে তরুণীকে এই ফাঁদে ফেলে। খড়িবাড়ি থানার পুলিশ ইতিমধ্যে ঘটনাটি তদন্তে নেমেছে। নির্যাতিতার পরিবারের দাবিতে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তরুণীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। গোটা ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি নির্যাতিতার পরিবারের।