আরও পড়ুন: যত বয়স হচ্ছে তত সুন্দরী হচ্ছেন মাধুরী, দেখুন নয়া ফটোশ্যুট
মাল পৌর নির্বাচনে গত বিধানসভা ভোটের রেজাল্ট ধরেই লক্ষ্য পুরনে এগোচ্ছে গেরুয়া শিবির। ২০১৫ সালে মালবাজার শহরে পৌর নির্বাচনে বিজেপি বিশেষ ফ্যাক্টর ছিল না। গত ৭ বছরে মালনদী দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। এই ৭ বছরে গেরুয়া শিবির যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। এখন শহরের অন্যতম রাজনৈতিক শক্তি। গত বিধানসভা নির্বাচনে তৃনমুলকে পিছনে এগিয়ে যায়। সেই অঙ্ক ধরেই লক্ষ্য পূরনের দিকে এগোচ্ছে গেরুয়া শিবির। কয়েকটি ওয়ার্ডে বেশ হেভিওয়েট প্রার্থীও দিয়েছে। কয়েকটি ওয়ার্ডে যথেষ্ট টক্কর দেবে বলে রাজনৈতিক মহলের ধারণা।
advertisement
আরও পড়ুন: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA
বিধানসভায় ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির লিড থাকায় দল প্রার্থী করেছে প্রাক্তন শিক্ষক বিপ্লব ঘোষ, বর্নালী শা দাস ও সুজয় চক্রবর্তীকে। এই তিন প্রার্থীই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মাঠে নেমে পড়েছেন।
গত বিধানসভা নির্বাচনে শহরে বিজেপি ৭০৬ ভোটে লিড নিয়েছিল। সেই অঙ্ক মাথায় রেখে গেরুয়া শিবির ভোটের দিকে এগোচ্ছে। যদিও তৃনমুল শিবিরের দাবি বিধানসভা আর পৌরসভার ভোট এক নয়। পৌর ভোটে মানুষ প্রার্থী ও উন্নয়ন দেখেই ভোট দেবে। লক্ষীর ভান্ডার ও দূয়ারে সরকার ১৫ আসনে জয় এনে দেবে।
শেখ রকি চৌধুরী