TRENDING:

West Bengal Municipal Election 2022: ভোটের আগে সরগরম মালবাজার, ফ্লেক্স ছেড়া নিয়ে তৃণমূল-বিজেপি অশান্তি! চাঞ্চল্য এলাকায়

Last Updated:

মালবাজার পৌরসভার বিজেপির পোস্টার ফ্লেক্স ছেড়া নিয়ে অভিযোগ তৃণমুলের দিকে। (West Bengal Municipal Election 2022)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জলপাইগুড়ি: ডুয়ার্সের মালবাজার শহরে পৌর নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই হওয়া গরম হচ্ছে  অভিযোগ পাল্টা অভিযোগে। কোথাও পোস্টার ফ্লেক্স ছেড়া আবার কোথাও পতাকা ছিড়ে ফেলে দেওয়া নিয়ে অভিযোগ উঠছে। অভিযোগ থানা পর্যন্ত গড়াচ্ছে (West Bengal Municipal Election 2022)। এই অভিযোগ করলেন শহরের ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বর্নালী শা দাস। এনিয়ে তিনি মাল থানায় লিখিত অভিযোগ করেছেন।  বর্নালী দেবী জানান, প্রচারের জন্য আমি বেশ কিছু ফ্লেক্স ও পতাকা ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুরে লাগিয়েছিলাম। আজ দেখছি কে বা কারা পতাকা ফ্লেক্স ছিঁড়ে খুলে নালায় ফেলে দিয়েছে। আমার অনুমান ভয় পেয়ে তৃনমুলের লোকজন করেছে। আমি থানায় জানিয়েছি। অভিযোগের জবাবে পালটা ওই ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের প্রার্থী সরিতা গিরি বলেন, সব ফালতু অভিযোগ (West Bengal Municipal Election 2022)। তৃনমুল কংগ্রেসের কোন কর্মী এই কাজ করবে না। এটা আমাদের দলের সংস্কৃতি নয়। ওরাই নিজেরা করে টিআরপি বাড়াতে চাইছে। এসব করে লাভ নেই। এখানে তৃনমুল জিতবে বোর্ড গঠন করবে (West Bengal Municipal Election 2022)।
West Bengal Municipal Election 2022
West Bengal Municipal Election 2022
advertisement

আরও পড়ুন: যত বয়স হচ্ছে তত সুন্দরী হচ্ছেন মাধুরী, দেখুন নয়া ফটোশ্যুট

মাল পৌর নির্বাচনে  গত বিধানসভা ভোটের রেজাল্ট ধরেই লক্ষ্য পুরনে এগোচ্ছে গেরুয়া শিবির। ২০১৫ সালে মালবাজার শহরে পৌর নির্বাচনে  বিজেপি বিশেষ ফ্যাক্টর ছিল না। গত ৭ বছরে মালনদী দিয়ে গড়িয়ে গেছে অনেক জল। এই ৭ বছরে গেরুয়া শিবির যথেষ্ট শক্তি সঞ্চয় করেছে। এখন শহরের অন্যতম রাজনৈতিক শক্তি। গত বিধানসভা নির্বাচনে তৃনমুলকে পিছনে এগিয়ে যায়। সেই অঙ্ক ধরেই লক্ষ্য পূরনের দিকে এগোচ্ছে গেরুয়া শিবির। কয়েকটি ওয়ার্ডে বেশ হেভিওয়েট প্রার্থীও দিয়েছে। কয়েকটি ওয়ার্ডে যথেষ্ট টক্কর দেবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

advertisement

আরও পড়ুন: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA

বিধানসভায় ১১, ১২, ১৩ নম্বর ওয়ার্ডে বিজেপির লিড থাকায় দল প্রার্থী করেছে  প্রাক্তন শিক্ষক বিপ্লব ঘোষ, বর্নালী শা দাস ও সুজয় চক্রবর্তীকে। এই তিন প্রার্থীই বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়ে মাঠে নেমে পড়েছেন।

গত বিধানসভা নির্বাচনে শহরে বিজেপি ৭০৬ ভোটে লিড নিয়েছিল। সেই অঙ্ক মাথায় রেখে গেরুয়া শিবির ভোটের দিকে এগোচ্ছে। যদিও তৃনমুল শিবিরের দাবি বিধানসভা আর পৌরসভার ভোট এক নয়। পৌর ভোটে মানুষ প্রার্থী ও উন্নয়ন দেখেই ভোট দেবে। লক্ষীর ভান্ডার ও দূয়ারে সরকার ১৫ আসনে জয় এনে দেবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উত্তরবঙ্গে বিপর্যয়ের পর থেকেই বাতিল হচ্ছে প্ল্যান...! পর্যটকদের এখন টানছে 'এই' জেলা
আরও দেখুন

শেখ রকি চৌধুরী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
West Bengal Municipal Election 2022: ভোটের আগে সরগরম মালবাজার, ফ্লেক্স ছেড়া নিয়ে তৃণমূল-বিজেপি অশান্তি! চাঞ্চল্য এলাকায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল