এর আগে ধুপগুড়ি শহরে চিতাবাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবে ওই ভিডিও ভাইরাল হওয়ার পর রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে শহরে। বন দফতরের তরফ থেকে মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে চিতাবাঘ না হলে এটি একটি জঙ্গল ক্যাট নামক প্রাণী হতে পারে। লুপ্তপ্রায় প্রজাতির এই প্রাণীর দেখা মিলছে ডুয়ার্সের বিভিন্ন জায়গায়। যাকে ঘিরে একশ্রেণীর মানুষ চিতা বাঘের আতঙ্ক বলে প্রচার করছেন। তার ফলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়িতে।
advertisement
আরও পড়ুন: আগামী সপ্তাহেই আবহাওয়ায় বদল! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
যদিও ছবি দেখে কিন্তু চিতাবাঘ নয়, এমনটাই জানিয়েছেন বন কর্মীরা। কিছুদিন আগে এই প্রজাতির প্রাণীর একটি মৃতদেহ উদ্ধার হয়েছিল ধূপগুড়ি হাসপাতাল পাড়া সংলগ্ন এলাকা থেকে। অনুমান করা হচ্ছে সিসিটিভি ফুটেজে ধরা পড়া ছবি সেই জঙ্গল ক্যাট নামক প্রাণীটিরই সঙ্গী হয়ে থাকতে পারে।
আরও পড়ুন: যাদবপুরে বিশেষভাবে সক্ষম ছাত্রের সঙ্গে ভয়ঙ্কর র্যাগিং! ২৪ তারিখ বিশেষ বৈঠকে বিশ্ববিদ্যালয়
যদিও ওই সিসিটিভি ফুটেজ এবং ছবিকে ঘিরে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ধূপগুড়ি শহর জুড়ে। পরিষ্কার ভাবে কিছু বোঝা যাচ্ছে না সেই ভিডিও ফুটেজ থেকে। তাই বন কর্মীরা শহরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।