বাংলাদেশের রংপুর জেলার লালমনি হাটের দীগলটারি গ্রাম থেকে বাংলাদেশ বর্ডার গার্ড আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হওয়ার পর বিএসএফের হাতে তুলে দেওয়া হয় দুই অভিযুক্তকে। বিএসএফ নিয়ে আসার পর দিনহাটা পুলিশের হাতে তুলে দেয়। বিএসএফ এবং পুলিশ একসঙ্গে নৌকো করে অপরাধীদের নিয়ে আসে।
advertisement
প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। অভিযোগ ওঠে, মঙ্গলবার সকালে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গুলি চলিয়ে খুন করে স্থানীয় তৃণমূল কর্মী বাবু হককে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ বন্দি কেষ্ট, অতীত গুড়-বাতাসা! পঞ্চায়েতে এল জিতেন্দ্র তিওয়ারির বিস্ফোরক নিদান! তুলকালাম
এরপর গীতালদহে মঙ্গলবার রাতে ফের গুলি চলে। নির্বাচনের প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন এক তৃণমূল কর্মী। গুলিবিদ্ধ সাহানুর হককে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে গীতালদহ ১ গ্রাম পঞ্চায়েতের ভোরাম এলাকায়৷
আক্রান্ত সাহানুর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজলি খাতুনের ভাই। আক্রান্ত সাহানুরের পেটে গুলি লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
Eron Roy Burman
