TRENDING:

সাতসকালে হাড়হিম দৃশ্য বাগডোগরার চা বাগানে, ছুটতে হল বন দফতরকে

Last Updated:

Leopard: সাতসকালে চা বাগানে পা রাখতেই চক্ষু চড়কগাছ চা শ্রমিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাগডোগরা: সাতসকালে চা বাগানে পা রাখতেই চক্ষু চড়কগাছ চা শ্রমিকদের। চা বাগানের নালায় খেলছে চিতাবাঘের শাবক। ১-২টি নয়, মোট ৩টি চিতাবাঘের শাবক খেলছে চা বাগানের নালায়। বাগডোগরার গঙ্গারাম চা বাগানের মুনি ডিভিশনের ঘটনা। এদিন সকালে চা শ্রমিকরা পাতা তুলতে গিয়ে নালায় চিতাবাঘের শাবক দেখতে পেয়ে বাগান কর্তৃপক্ষকে খবর দেন। সেখান থেকে খবর যায় বন দফতরে।
চা বাগান।- প্রতীকী ছবি
চা বাগান।- প্রতীকী ছবি
advertisement

খবর পেয়েই ছুটে আসেন বন দফতরের আধিকারিকরা। বাগডোগরা বনবিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তিনটি চিতাবাঘের শাবককে উদ্ধার করে। আপাতত শাবক গুলিকে কড়া নজরদারিতে রাখা হয়েছে। বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ জানান, সুস্থ অবস্থায় রয়েছে চিতাবাঘের শাবকগুলি। ওই এলাকাটি নজরদারিতে রাখা হয়েছে। চিতাবাঘের শাবক গুলিকে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

advertisement

আরও পড়ুন, আড্ডা দিতে বন্ধুর বাড়ি গিয়েছিলেন, গভীর রাতে সোনারপুরে গুলি, যুবকের মৃত্যু

তবে গোটা ঘটনায় আতঙ্কে রয়েছেন বাগানে কাজ করা শ্রমিকরা‌। পাহাড়ের চা বাগানগুলিতে মাঝে মধ্যেই চিতাবাঘের হামলা হয়। বাগডোগরার একাধিক চা বাগানে চিতাবাঘের হামলার খবর মাঝে মধ্যেই শিরোনামে আসে। অক্টোবর মাসেই বাগডোগরা হাঁসখোয়া চা বাগানে জলের রিজার্ভারে পড়ে মৃত্যু হয়েছে এক চিতাবাঘের। চা বাগানের কর্মীরা প্রথমে চিতাবাঘটিকে দেখে বন দফতরে খবর দেন।

advertisement

আরও পড়ুন, প্রাথমিক দুর্নীতিতে এবার নজরে একই জেলার ১৫ স্কুল পরিদর্শক! তলব করল সিবিআই

কিন্তু বন দফতরের কর্মীরা আসার আগেই ওই চিতাবাঘটির মৃত্যু হয়। চিতাবাঘটি পালাতে গিয়ে পিছলে ওই জলভর্তি রিজার্ভারে পড়ে যায়। তারপরে অনেক চেষ্টাতেও আর উঠতে পারেনি। বন কর্মীরা চিতাবাঘটিকে তোলার ব্যবস্থা করলেও ততক্ষণে ডলে ডুবে মৃত্যু হয়ে যায় প্রাণীটির।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিশ্বজিৎ মিশ্র

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
সাতসকালে হাড়হিম দৃশ্য বাগডোগরার চা বাগানে, ছুটতে হল বন দফতরকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল