TRENDING:

কংগ্রেস নেতার বাড়ির কুয়োয় মিলল হাড়গোড়, খুলি! শিলিগুড়িতে চাঞ্চল্য

Last Updated:

সোমবার শিলিগুড়ির স্থানীয় কংগ্রেস নেতার বাড়ির কুয়োয় পাওয়া যায় হাড় ও মাথার খুলি৷ ওই কংগ্রেস নেতার দাবি, ২০১৭ সালের অগাস্ট থেকে নিখোঁজ তাঁর মা৷ বাড়ির তৈরি নিয়ে বিবাদের জেরে তাঁর মাকে অপহরণ করা হয়৷ অভিযোগের তির পুলিশকর্মীর দিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলিগুড়ি: কংগ্রেস নেতার বাড়িতে কুয়োয় মিলল হাড়গোড়, মাথার খুলি৷ ভয়াবহ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায়৷ স্থানীয় কংগ্রেসনেতা বিমলেশ মৌলিকের বাড়িতে কুয়োয় মিলেছে ওই হাড়গোড় ও খুলিটি৷ বিমলেশের দাবি, ওই হাড়গোড় ও খুলিটি তাঁর মায়ের৷
advertisement

সোমবার শিলিগুড়ির স্থানীয় কংগ্রেস নেতার বাড়ির কুয়োয় পাওয়া যায় হাড় ও মাথার খুলি৷ ওই কংগ্রেস নেতার দাবি, ২০১৭ সালের অগাস্ট থেকে নিখোঁজ তাঁর মা৷ বাড়ির তৈরি নিয়ে বিবাদের জেরে তাঁর মাকে অপহরণ করা হয়৷ অভিযোগের তির পুলিশকর্মীর দিকে৷

বিমলেশের কথায়, 'আমাকে ফাঁসাতেই কুয়োয় হাড়গোড় ফেলা হয়েছে৷ আমার মা-কে অপহরণ করা হয় ২০১৭ সালের অগাস্টে৷ সে দিন থেকেই মা নিখোঁজ৷ এই খুলি, হাড়গোড় আমার মায়েরই৷'

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
কংগ্রেস নেতার বাড়ির কুয়োয় মিলল হাড়গোড়, খুলি! শিলিগুড়িতে চাঞ্চল্য