TRENDING:

Siliguri Student Death Update: বন্ধুর বাড়িতে জুতো, ঘরে বিয়ারের বোতল! শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য

Last Updated:

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর মোড়৷ শিলিগুড়িতে রাজ্য সরকারের সচিবালয় উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার হয়েছিল ওই ছাত্রীর মৃতদেহ৷ যদিও তার ঘনিষ্ঠ বন্ধুর বাড়ি থেকে উদ্ধার হল মৃত ছাত্রীর জুতো৷ শুধু তাই নয়, ওই বন্ধুর ঘরের ভিতরে মিলেছে বিয়ারের বোতলও৷
News18
News18
advertisement

যে জঙ্গলে ওই ছাত্রীর দেহ উদ্ধার হয় সেই জায়গাটিও অভিযুক্তের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়৷ ফলে ওই বন্ধুর বাড়িতেই ছাত্রীকে খুন করে তার মৃতদেহ জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ওই ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছে তার পরিবার৷

advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিজের দুই বন্ধু এবং এক বান্ধবীর সঙ্গে বিরিয়ানি খেতে যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয় শিলিগুড়ির বাসিন্দা ওই ছাত্রী৷ রাস্তায় পিসির সঙ্গে দেখাও হয় তার। বিকেল গড়ালেও ওই ছাত্রী বাড়ি ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়ে ওই কিশোরী।

আরও পড়ুন: বিরিয়ানির মাংসে কামড় দিতেই বেরিয়ে এল পোকা! শিলিগুড়িতে শোরগোল, বন্ধ করা হল দোকান

advertisement

এর কিছুক্ষণ পরে ও ছাত্রীর ঘনিষ্ঠ বন্ধু ফোন কিরে পরিবারকে ওই ছাত্রীর দেহ উদ্ধারে হওয়ার কথা জানায়। ওই ছাত্রীর বন্ধুরাই দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু কীভাবে ওই ছাত্রীর মৃ্ত্যু হল তা নিয়েই রহস্য ছড়িয়েছে৷ ছাত্রীর শরীরে আঁচড়ের দাগ এবং গলায় কালশিটে রয়েছে বলে অভিযোগ তার পরিবারের৷ মৃত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এনজেপি থানায় অপহরণ করে যৌ়ন নির্যাতন,ধর্ষণ করে খুনের অভিযোগ দায়ের করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ ছাত্রীর দুই বন্ধু এবং এক বান্ধবীকে আটক করে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলেই ছাত্রীর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri Student Death Update: বন্ধুর বাড়িতে জুতো, ঘরে বিয়ারের বোতল! শিলিগুড়িতে নবম শ্রেণির ছাত্রীর মৃত্যুর ঘটনায় বাড়ছে রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল